• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ থুবড়ে পড়েছে রণবীরের ৮৩! তাই তাকে বাদ দিয়ে সঞ্জয় লীলা বনসালীর পরবর্তী ছবির নায়ক আল্লু

একেবারে বক্স অফিসে দাপিয়ে বেড়ানোর পর সদ্য নতুন ছবিকে জায়গা ছেড়ে প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে ‘পুষ্পা’ (Pushpa)। কিন্তু পুষ্পা সিনেমাহল থেকে সরে গেলেও অভিনেতা আল্লু অর্জুনের ম্যাজিক এখনও অব্যাহত। বলা চলে, পুষ্পা ইতিহাস তৈরি করেছে বহুদিন পর৷ পুষ্পার জনপ্রিয়তা এখন সারা বিশ্ব জুড়েই।

এদিকে, পুষ্পার ঠিক এক সপ্তাহের মাথায় মুক্তি পায় রণবীর সিং(Ranveer Singh) এর 83, যা বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। কপিল শর্মার ম্যাজিকে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার গল্প নিয়ে তৈরি এই ছবি পুষ্পার পাশে বিন্দুমাত্র জায়গা করতে পারেনি। অথচ রণবীর সিং এর মত স্টার কাস্ট, কপিল শর্মার মত কিংবদন্তির সাফল্যের গল্প সবই ছিল ছবিতে। হিট ছবি দিতে না পারাতেই কি তবে এবার পরিচালক সঞ্জয়লীলা বনসালীর (Sanjay Leela Bhansali) ছবি থেকে বাদ পড়লেন রণবীর?

   

আল্লু অর্জুন,পুষ্পা,83,allu arjun,ranveer singh,sanjay leela bhansali,Bollywood,সঞ্জয় লীলা বনসালী,রণবীর সিং

এদিকে বিগত কয়েক বছরে নিজের ছবিতে রণবীরকেই নায়ক করেছেন বনসালী। তারকাদের সাথে কাজ করতে ভালোবাসেন। ৯০- এর দশকে তিনি কাজ করেছেন সুপারস্টার সালমান খানের(Salman Khan) সাথে। তারপরে অমিতাভ বচ্চন(Amitabh Bachchan), রানী মুখার্জি, ঋত্বিক রোশন(Hritik Roshan) বাদ যাননি কেউ। এমনকি রণবীর কাপুরের(Ranbir Kapoor) মত অভিনেতাকে তিনি নিজের ছবিতে ব্রেক দিয়েছেন। রামলীলা, পদ্মাবৎ, বাজীরাও মাস্তানিতে পর পর সঞ্জয় জুটি হিসেবে বেছেছেন দীপিকা রণবীর সিংকে৷

আল্লু অর্জুন,পুষ্পা,83,allu arjun,ranveer singh,sanjay leela bhansali,Bollywood,সঞ্জয় লীলা বনসালী,রণবীর সিং

তবে এবার শোনা যাচ্ছে, নিজের ছবি থেকে রণবীর সিংকে বাদ দিচ্ছেন সঞ্জয়লীলা বানসালী। শোনা যাচ্ছে, তার আসন্ন ছবিতে রণবীর নয় বরং নায়ক হিসেবে দেখা মিলবে পুষ্পা খ্যাত আল্লু অর্জুনের৷ শোনা যাচ্ছে আল্লু অর্জুনের সাথে নাকি এক দীর্ঘ বৈঠকে তিনি লিপ্ত হয়েছিলেন।ঘন্টার পর ঘন্টা চলেছে এই বৈঠক। এই ঘটনা থেকেই জল্পনা বাড়ছে৷ এদিকে, সঞ্জয় পরিচালিত শেষ ছবি গাঙ্গুবাঈ ও বক্স অফিসে বেজায় হিট হয়েছে।

site