• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাধিক সন্তানের বাবা হয়ে হাঁটুর বয়সী নায়িকাদের সাথে রোমান্স! শাহরুখ, অক্ষয়, আমিরদের ধুয়ে দিলেন সঞ্জয়

sanjay dutta,bollywood,aamir khan,shah rukh khan,akshay kumar

বলিউডের বিতর্কিত এবং চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম সঞ্জয় দত্ত। বলিউডে সফল অভিনেতা হিসাবে পরিচয় পেলেও একাধিক বিতর্কের সাথে যুক্ত অভিনেতা। শতাধিক নারীর সাথে সম্পর্ক থেকে ড্রাগস নেওয়া এমনকি আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের সাথেও যোগ ছিল তার। অভিনেতা নিজেই স্বীকার করেছিলেন এই সমস্ত কাণ্ডকারখানার কথা। এমনকি তার জীবন নিয়ে ইতিমধ্যেই সিনেমা তৈরী হয়ে গিয়েছে বলিউডে। এই ছবিতেই ফুটে উঠেছে সঞ্জু বাবার জীবনের সমস্ত ওঠাপড়ার কথা।

বলিউডের এই তাবড় অভিনেতা কিন্তু বরাবরই স্পষ্টভাষী। এত বিতর্ক, আইনি ঝুটঝামেলার পরেও তিনি কাউকেই ছেড়ে কথা বলেন না। বলিউডের প্রথম সারির অভিনেতা শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমারদের ও কার্যত ছেড়ে কথা বলার পক্ষপাতী নন। তাদেরকে ইঙ্গিত করেই সঞ্জুবাবা বলেছিলেন, নিজের হাঁটুর বয়সী অভিনেত্রীদের সাথে রোমান্স করতে পারবেন না মুন্না ভাই।

sanjay dutta,bollywood,aamir khan,shah rukh khan,akshay kumar

এই বিষয়ে তিনি আরও জানান, ‘আমি কি পর্দায় আলিয়া ভাটের সাথে রোমান্স করব?’ প্রসঙ্গত, দিন কয়েক দিন আগেই অক্ষয়ের সাথে ছবি করেছেন কার্যত তার মেয়ের বয়সী সারা আলি খান। এছাড়াও, শাহরুখ আমির রাও উঠতি অভিনেত্রীদের সাথে প্রচুর ছবি করেছেন। কিন্তু সঞ্জয় দত্তকে কখনও দেখা যায়নি এমন চরিত্রে৷

Salman Amir Shahrukh

তবে এত রাখ ঢাক থাকা সত্ত্বেও কোনোওদিনই কাজের অভাব হয়নি সঞ্জয়ের। খুব শিগগিরই তাকে দেখা যাবে দক্ষিণের বিগ বাজেট ছবি ‘কেজিএফ ২’ তে। এই ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারেই এই কথা বলতে শোনা যায় সঞ্জয় দত্তকে। তার মতে, অভিনেতাদের বয়স অনুযায়ীই তাদের আচরণ করা উচিত। ‘সড়ক ২’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥