• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের খেলা শেষ, তাই আবারও সাউথে পাড়ি! KGF’এর পর ফের দক্ষিণী ছবির ভিলেন হচ্ছেন সঞ্জয় দত্ত

Published on:

Sanjay Dutt,Thalapathy Vijay,Sanjay Dutt Thalapathy Vijay,Sanjay Dutt in Thalapathy 67,South Indian movie,entertainment,Lokesh Kanagaraj,সঞ্জয় দত্ত,থালাপতি বিজয়,সঞ্জয় দত্ত থালাপতি বিজয়,থালাপতি ৬৭,দক্ষিণ ভারতীয় সিনেমা,লোকেশ কনগরাজ,বিনোদন

বলিউডের (Bollywood) ইতিহাসের বহু সুপারহিট ছবিতে অভিনয় করার পর সাউথেও ডেবিউ করে ফেলেছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ‘কেজিএফ ২’ ছবিতে অধীরার চরিত্রে প্রশংসিত হয়েছিল বলি সুপারস্টারের অভিনয়। তবে এবার ফের সাউথে পাড়ি দিচ্ছেন সঞ্জয় দত্ত। ফের এক দক্ষিণী অভিনেতার বিপরীতে লড়তে দেখা যাবে তাঁকে। অধীরার পর ফের ভিলেনের চরিত্রেই দেখা যাবে বলিউডের মুন্নাভাইকে।

শোনা যাচ্ছে, ‘থালাপতি ৬৭’ (Thalapathy 67) ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে সঞ্জয়কে। যশের সঙ্গে লড়াই করার পর এবার থালাপতি বিজয়ের সঙ্গে লড়বেন বলি তারকা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, থালাপতি বিজয়ের আগামী সিনেমার ভিলেন হিসেবে লোকেশ কানাগরাজ (Lokesh Kanagaraj) সঞ্জয় দত্তকেই বেছে নিয়েছেন। এই ছবির মাধ্যমে এবার তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বলি অভিনেতা।

Sanjay Dutt

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, ‘ছবির চিত্রনাট্য অনুযায়ী প্রচুর শক্তিশালী ভিলেনের প্রয়োজন রয়েছে এবং সঞ্জয় দত্ত ছাড়া আর কে এই ছবিতে একজন ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারেন। বেশ অনেকদিন ধরে লোকেশ সঞ্জয় দত্তের সঙ্গে আলোচনা করছিলেন এবং এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এই ছবিতে অভিনয়ের জন্য অভিনেতা ১০ কোটি টাকার মোটা পারিশ্রমিক নিচ্ছেন’।

সংশ্লিষ্ট প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ‘এটি একটি প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে। বিক্রমের রিলিজের পর থেকে সারা উত্তর ভারতেও পরিচিতি পাচ্ছেন লোকেশ কানাগরাজ এবং বিজয়ের আগামী ছবির মাধ্যমে তিনি সেটি আরও বাড়াতে চাইছেন। বিজয়ও ধীরে ধীরে এই ছবির মাধ্যমে হিন্দি বলয়ে নিজের পরিচিতি তৈরি করতে চলেছেন। হিন্দি মার্কেটে মুক্তিপ্রাপ্ত ওঁর সিনেমাগুলির মধ্যে অন্যতম বড় সিনেমা হতে চলেছে এটি’।

Thalapathy Vijay

বিজয়ের আগামী ছবির সঙ্গে জড়িত সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই সিনেমায় তাঁকে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে। ‘থালাপতি ৬৭’এ তাঁর বিপরীতে তৃষাকে দেখা যাবে বলা জানা গিয়েছে। যদি সেই খবর সত্যি হয়, তাহলে এই ছবির মাধ্যমে ১৪ বছর পর ফের কামব্যাক করতে চলেছে বিজয়-তৃষা জুটি।

শুধু বিজয়-তৃষা এবং সঞ্জয়ই নয়, এই ছবিতে আরও বেশ কয়েকজন নামী অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে বলে শোনা গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে সামান্থা থেকে শুরু করে পৃথ্বীরাজ সুকুমারন, অর্জুন সারজার মতো শিল্পীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥