দিনে দিনে এই যে দক্ষিণ ছবি (South Films) দাপট বেড়ে চলেছে সেটা জলের মত পরিস্কার। পুষ্পা, আরআরআর থেকে KGF 2 এর মত ছবির সাফল্যজনক কোণঠাসা করে দিয়েছে বলিউডের ছবি গুলিকে। যেখানে ১০০ কোটি ২০০ কোটির পেরোলে বলিউডের ছবি সুপারহিট হয়েছে এবং তা নিয়ে আলোচনা শুরু হয় সেখানে ১০০০ কোটি পর্যন্ত তুলে ফেলেছে দখিনিনেই ছবিগুলি। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘কেজিএফ ২’ ছবিটি ইতিমধ্যেই ৮৮৩ কোটি টাকা তুলে ফেলেছে ।
ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণী অভিনেতা যশকে (Yash)। আর খলনায়ক আধীরার (Adheera) চরিত্রে দেখা গিয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে (Sanjay Dutt)। ছবিতে হিরো যেমন প্রশংসিত হয়েছে তেমনি সঞ্জয় দত্তের অভিনয়ও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রথম যখন অধীরার লুক প্রাকাশ্যে আসে তখন থেকেই ছবি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। রিলিজের পর তারই ফল দেখা যাচ্ছে।
ছবিতে অভিনয় করে নিজেও দারুন খুশিও সঞ্জয় দত্ত। তিনি নিজেই জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে রীতিমত কাল ঘাম ছুটেছে তাঁর। এই ছবিতে অভিনয় করার সময়েই তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়েছিল। ক্যান্সারের চিকিৎসার পাশাপাশিই চলছিল শুটিং। তবে এটাও ঠিক যে অধীরার চরিত্র বলিউডে আজ পর্যন্ত যে সমস্ত খল নায়ক তৈরী হয়েছে তার মধ্যে সবথেকে বিপদজনক।
কিন্তু এমন একটা সুপারহিট সিনেমা দেখার থেকে নিজের মেয়ে ত্রিশালাকে (Trishala Dutt) বারণ করে দিয়েছেন সঞ্জয় দত্ত। কেজিএফ 2 সময় এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই এই কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি নিজেই মেয়েকে ছবিটা দেখতে বারণ করেছি। তবে এই কথা শোনার পরেই নেটিজেনদের মনে প্রশ্ন জগতে শুরু করেছে। কেন মেয়েকে এমন একটা সুপারহিট ছবি দেখতে মানা করছেন সঞ্জয় দত্ত?
এর উত্তর অবশ্য অভিনেতা নিজেই দিয়েছেন। সঞ্জয় দত্ত বলেন ছবিতে অধীরার চরিত্র খুবই হিংস্র ও খুবই নিষ্ঠুর হিসাবে দেখানো হয়েছে। বাবাকে এমন একটা চরিত্রে দেখুক মেয়ে সেটা আমি চাই না। সেই জন্যই মেয়েকে ফোন করে এই ছবির দেখারক জন্য না করে দিয়েছেন তিনি। বর্তমানে অভিনেতার মেয়ে লস অ্যাঞ্জেলাসে পড়াশোনা করছেন।