• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেনিস খেলা ছেড়ে এবার ওয়েবসিরিজে অভিনয় করতে চলেছেন সানিয়া মির্জা!

Published on:

এবার খেলার জগত থেকে সোজা অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন সুন্দরী টেনিস তারকা সানিয়া মির্জা (Sania mirza)। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন তিনি। খেলার পাশাপাশি তার মিষ্টতা এবং সৌন্দর্যের কারণেও তিনি বহুল প্রশংসিত। তাই পর্দায় তাকে অভিনেত্রী হিসেবে দেখতে পাওয়াটা খানিক উপরি পাওনাই বটে।

তবে ওয়েবসিরিজে অভিনয়ের পিছনে তার অন্য উদ্দেশ্য আছে বলেও জানিয়েছেন সানিয়া৷ তার বক্তব্য, টিউবারকিউলোসিস (TB) অর্থাৎ যক্ষ্মারোগের বিরুদ্ধে মানুষকে সচেতন করার তাগিদেই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই পাঁচ পর্ব সম্বলিত ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’ নামক ওয়েবসিরিজের ঝলক দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায়।

এই সিরিজে সানিয়া ছাড়াও অভিনয় করবেন সায়েদ রাজা আহমেদ ও প্রিয়ঙ্কা চৌহান। করোনা আবহে দীর্ঘকালীন লকডাউনে তছনছ হয়ে গিয়েছে অসংখ্য জীবন। সেই সময় এক নবদম্পতির জীবনের নানা টানাপোড়েনই ফুটে উঠবে এই সিরিজে। তবে সানিয়াকে কোন ভূমিকায় দেখা যাবে সেই সম্পর্কে এখনও মুখ খোলেননি তিনি।

তবে অভিনয় করছেন বলে এখনই টেনিস ছাড়ছেন না হায়দরাবাদী এই সুন্দরী। তার প্রধান উদ্দেশ্য মানুষকে সচেতন করা। এই প্রসঙ্গে তিনি জানান, “আমাদের দেশে ক্ষয়রোগ খুবই বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। যক্ষ্মারোগে আক্রান্ত প্রায় অর্ধেক রোগীরই বয়স ৩০-এর কম। সংকট আরও বেড়েছে করোনা (CoronaVirus) পরিস্থিতিতে। মারণ কোভিডের (Covid-19) হাত ধরে মানবদেহে নিঃশব্দে বাসা বাঁধছে এই রোগ।” খুব শিগগিরই শ্যুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। এই গোটা সিরিজি দেখা যাবে এমটিভি ইন্ডিয়া (MTV India) এবং এমটিভি নিষেধ-এ (MTV Nishedh)।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥