• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মরসুমে সাত পাক ঘুরল রানু মণ্ডল স্যান্ডি সাহা! ‘ফুলশয্যার ভিডিও চাই’, খিল্লি নেটিজেনদের

Published on:

Sandy Saha posted marriage pictures with Ranu Mondal, see pics

পাত্র-পাত্রী দু’জনেই ইন্টারনেট সেনসেশন। নেটদুনিয়ার দৌলতেই পরিচিতি পেয়েছে তাঁদের প্রতিভা। মাঝেমধ্যেই সেই কারণে নেটিজেনদের চর্চার কেন্দ্রেও চলে আসেন দু’জনে। এবার সেই দুই সোশ্যাল মিডিয়া সেনসেশনই পরিণয় সূত্রে বাঁধা পড়লেন! বলে রাখি, এখানে কথা হচ্ছে রানু মণ্ডল (Ranu Mondal) এবং স্যান্ডি সাহার (Sandy Saha)।

হ্যাঁ, ঠিকই দেখছেন। যদি এতদূর পড়ার পর মনে হয়ে এখানে কোনও টুইস্ট আছে, তাহলে ভুল ভাবছেন। সত্যিই রানু মণ্ডলের গলায় মালা দিয়েছেন স্যান্ডি। বিয়ের পর নিজেদের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন নতুন ‘বর’। আর তারপর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। এক কথায় সেগুলি ঝড় তুলেছে নেটমাধ্যমে।

Ranu Mondal Sandy Saha marriage

সোশ্যাল মিডিয়া সেনসেশন স্যান্ডি এমন একজন ব্যক্তি যিনি সবসময়ই নিজের কাণ্ডকারখানার মাধ্যমে নেটিজেনদের মুখে হাসি ফোটান। তবে এবার সেই ব্যক্তিরই বিয়ের খবরে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিশেষত এই নতুন জুটিকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে নেটিজেনদের একটি বৃহৎ অংশ।

‘বিয়ের দিন’ রানু পড়েছিলেন লাল রঙের একটি নাইটি। অপরদিকে স্যান্ডির পরনে ছিল লাল-কালো মেশানো একটি টি-শার্ট ও পাজামা। নব দম্পতির গলায় রয়েছে রজনীগন্ধার মালা। ‘বিয়ের’ ছবি শেয়ার করে স্যান্ডি ক্যাপশনে লিখেছেন, ‘রানুদিকেও বিয়ে করলাম’।

Ranu Mondal Sandy Saha marriage

স্যান্ডি তাঁদের বিয়ের ছবি শেয়ার করা মাত্রই সেখানে নানান ধরণের মজার কমেন্ট করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘দু’জনে হানিমুনে রানাঘাট স্টেশনে বাটি নিয়ে বসে পড়ো। দু’জনকে দারুণ মানাবে’। আর একজন আবার লিখেছেন, ‘ফুলশয্যার ভিডিও চাই’। অনেকে তো আবার এখন থেকেই রানু-স্যান্ডিকে নতুন অতিথির জন্য শুভকামনাও জানানো শুরু করে দিয়েছেন।

Ranu Mondal Sandy Saha Marriage

তবে এসবের মাঝেও অনেকের নজর কেড়েছেন রানুর উদাস মুখ। তা দেখে যেমন একজন লিখেছেন, ‘রানুদিকে দেখে মনে হচ্ছে এরকম পালিয়ে বিয়ে করেছ বলে খুশি নয়। একটু অনুষ্ঠান  করতে পারতে। যাই হোক, দু’জনকেই অনেক শুভেচ্ছা জানাই’। প্রসঙ্গত, যারা স্যান্ডিকে চেনেন তাঁরা জানেন, মাঝেমধ্যেই তিনি বিভিন্ন তারকাকে বিয়ে করে ফেলেন। রানুকে বিয়ে করাও যে সেই রকমই একটি বিষয় তা বুঝে নিতে অসুবিধা হয়নি তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥