• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দিতিপ্রিয়ার থেকে ভালো গেয়েছেন কোয়েল’, ভাইরাল ভিডিওয় স্যান্ডির ট্রোলিং, ধুয়ে দিল নেটিজেনরা

Updated on:

Sandy Saha on Koel Mallick viral song netizens say better than ditipriya

যতদিন যাচ্ছে ততই বেড়ে চলেছে নেটিজেনদের সংখ্যা। নেটপাড়ায় হাজারো ভাইরাল ভিডিও থেকে খবর চোখে পরে। তবে সোশ্যাল মিডিয়াতে আজকাল খিল্লি বা ট্রোলিং বিষয়টার বাড় বাড়ন্ত শুরু হয়েছে। বিশেষ করে সেলেব্রিটিদের নিয়ে সর্বদাই চর্চা লেগে রয়েছে নেটপাড়ায়। আর পান থেকে চুন খসলেই তাদের নিয়ে শুরু হয় কাটাছেঁড়া থেকে ট্রোলিং। আর ট্রোলিং ট্রেন্ডে আসতেই হাজির হয়েছে নেটপাড়ায় ‘নাইটি বৌদি’ স্যান্ডি সাহা (Sandy Saha)।

টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী দর্শকদের। তবে ২০১৩ সালে বিয়ের পর থেকে অনেকটাই কমে গিয়েছে অভিনয়। বিয়ের পর মা হয়েছেন অভিনেত্রী, তারপর আবারও ফিরেছেন অভিনয়ে। তবে সম্প্রতি নিজের একটি পুরোনো ভিডিওর জেরে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং ও কটাক্ষের শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে।

Sandy Saha,Koel Mallick,Ditipriya Roy,Koel Mallick trolled for singing,Sandy Saha on Koel Mallick Singing,Social Media Trolling,স্যান্ডি সাহা,কোয়েল মল্লিক,সোশ্যাল মিডিয়া ট্রোল,কোয়েল মল্লিক ট্রোলড,কোয়েলের গানের ভিডিও,দিতিপ্রিয়া রায়,দিতিপ্রিয়ার গান

আসলে সিনেমার তারকা বা অভিনেতা অভিনেত্রীদের চোখের সামনে দেখার আনন্দই আলাদা। তাই অনেক সময়েই বিভিন্ন অনুষ্ঠানে সেলেব্রিটিদের বিশেষ অতিথি হিসাবে ডেকে আনা হয়। বিশেষ করে গ্রামে গঞ্জে তারকাদের মাচা শোতে ডেকে আনা হয়। সেখানে স্টেজে তারকাদের লাইভ নাচ থেকে গানের মধ্যে দিয়ে জমে যায় সন্ধ্যে থেকে রাত। এমনই একটি ম্যাচ শোতে বেশ কিছু বছর আগে উপস্থিত হয়েছিলেন কোয়েল মল্লিক।

ভাইরাল হওয়া ভিডিওতে ঝলমলে লাল সোনালী পোশাকে দেখা যাচ্ছে কোয়েলকে। সেখানে দর্শকদের অনুরোধে ‘পাগলু’ ছবির টাইটেল ট্র্যাক গেয়ে শুনিয়েছেন অভিনেত্রী। কিন্তু মুশকিল হল গান গাইলেও তাতে সুরের কোনো খেয়াল ছিল না। যে কারণে নেটপাড়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবে এক্ষত্রে বলে রাখা ভালো অভিনেত্রী ভালো অভিনয় করলেই যে ভালো গান গাইবেন তার কিন্তু কোনো মানে নেই, তবুও ট্রোলাররা সুযোগ ছাড়তে নারাজ!

কোয়েলকে নিয়ে কটাক্ষ হওয়ার পর এই  প্রসঙ্গে মুখ খুলেছে বাংলার ইউটিউবের স্যান্ডি সাহা। কোয়েলের ভিডিও শেয়ার করে স্যান্ডির মত গানের জন্য কোয়েল বিখ্যাত নন তার গানের প্রতিভাও নেই। তবুও দর্শকদের অনুরোধে জোর করেই খোলা মঞ্চে গান গেয়েছেন তিনি। তাই তিনি যে দারুণ সুন্দর গান গাইতে পারবেন না সেটা স্বাভাবিক। তবুও দর্শকদের মন রাখার চেষ্টা করেছেন তিনি, তাই ট্রোলিং করাটা মোটেই উচিত নয়।

কিন্তু এখানেই শেষ নয়! কোয়েলের এই গানের ভিডিওর সাথে আরেক অভিনেত্রী দিতিপ্রিয়ার গানের তুলনা শুরু হয়ে গিয়েছে। কোয়েল ভক্তদের মতে, দিতিপ্রিয়ার তুলনায় অনেক ভালো গান গেয়েছেন তিনি। তবে গানের ভিডিওটি যে বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সেটা অস্বীকার করা যায় না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥