• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুমুটা ভালোই খাই! ইউটিউবারের সাথে স্যান্ডি সাহার চুমু খাওয়ার ঘনিষ্ঠ ভিডিও ফাঁস, শুরু নোংরা ট্রোল

স্যান্ডি সাহা,ভাইরাল ভিডিও,চুমু,চুম্বন,Sandy saha,viral video,kiss

বাংলা বিনোদন জগতের অন্যতম একটা পার্ট এখন সোশ্যাল মিডিয়া। ‘বিখ্যাত’ শব্দটা এখন আর কেবল টলিউড ইন্ডাস্ট্রির সাথে জুড়ে নেই৷ ইউটিউবের জামানায় এখন কোনোও টলি তারকাদের থেকেই কম জনপ্রিয় নন বাংলার ইউটিবাররা। আর এই তালিকায় একেবারেই শুরুতে যার নাম আসে তিনি স্যান্ডি সাহা (Sandy Saha)। তার জনপ্রিয়তাকে খানিক ‘নেগেটিভ পাবলিসিটি’ হিসেবে উল্লেখ করলেও ভুল হয়না।

বিভিন্ন সময় নানান কান্ড ঘটিয়ে শিরোনামে থাকেন স্যান্ডি। তাই তার নিন্দুকের অভাব নেই। বেশ কয়েকবার আইনি জালেও জড়িয়েছেন এই জনপ্রিয় ইউটিউবার। অনেকেরই তার প্রতি অভিযোগ যে কিছু কিছু সময় তিনি সমস্ত সীমা অতিক্রম করে যান। এবারে আরও একটি কীর্তি করে নেটবাসীর কাছে তুমুল সমালোচিত হয়েছেন স্যান্ডি সাহা।

স্যান্ডি সাহা,ভাইরাল ভিডিও,চুমু,চুম্বন,Sandy saha,viral video,kiss

একটি ভিডিও সম্প্রতি চূড়ান্ত ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি বন্ধ গাড়ির মধ্যে নাইটি পরে এক পুরুষের সাথে লিপলক কিস করছেন স্যান্ডি। ভিডিও দেখে নেটিজেনদের একাংশ চিনতে পেরেছেন স্যান্ডির সাথে থাকা যুবকটিকে। তিনি আর কেউ নন আরও এক ইউটিউবার সাহিল আহমেদ৷ (ভিডিওটি সংক্রান্ত কোনোও রকম সত্যতা যাচাই করেনি বং ট্রেন্ড)

স্যান্ডি সাহা,ভাইরাল ভিডিও,চুমু,চুম্বন,Sandy saha,viral video,kiss

স্যান্ডি এই ভিডিও নিজে শেয়ার না করলেও, ভিডিও ভাইরাল প্রসঙ্গে স্যান্ডি নিজের ফেসবুক পেজে লেখেন, “চুমুটা কিন্তু আমি ভালোই খাই।” এই ভিডিও দেখে গা গুলিয়ে উঠেছে কিছু নেটবাসীর, তারা সাফ কমেন্টে জানিয়েছেন, ‘নোংরামিটা প্রকাশ‍্যে না করলেই নয়? অনেক বাচ্চাও স‍্যান্ডির এই ভিডিওটা দেখেছে। তারা কী শিখবে?’

এই প্রথম নয় এর আগেও তার শো-তে অসংখ্য তারকাদের নিয়ে এসে তাদেরকে জোর করেই চুমু খেয়েছেন স্যান্ডি। সম্প্রতি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’র অনুকরণে ‘স‍্যান্ডিবাঈ কাঠিয়াবাদি’ সেজেছিলেন তিনি। তাই বিতর্ক আর সমালোচনা তার হাত ধরাধরি করেই চলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥