• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাইটি পরেই মেলায় হাজির স্যান্ডি সাহা, তারপর যা হল! ভাইরাল এই ভিডিও না দেখলেই চরম মিস

Published on:

Sandy Saha,Colors Bangla,Sandy Saha in Serial,Sandy Saha Viral Video,স্যান্ডি সাহা,মেলায় স্যান্ডি সাহা,স্যান্ডি সাহার ভিডিও,কালার্স বাংলায় স্যান্ডি,স্যান্ডি সাহা নতুন সিরিয়াল

সোশ্যাল মিডিয়ার যুগে বিনোদন, আড্ডা মজা থেকে সব কিছুই আজ সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছে। নেটপাড়ায় যা কিছু ভাইরাল তা সবার মুখে মুখে। আর ট্রেন্ডিংয়ে থাকতে হয় সেটা স্যান্ডি সাহা (Sandy Saha) ভালোই জানে। আসলে মজার সমস্ত কান্ডকারখানা করে থাকে স্যান্ডি। যখন যেটা ট্রেন্ড চলে সে সাজে হাজির হতে দেখা যায় তাকে। বাংলার ইউটিউবার হিসাবেও বেশ জনপ্রিয়তা রয়েছে স্যান্ডির।

যখন কাঁচা বাদাম প্রথম ভাইরাল হতে শুরু করে তখন সর্বাঙ্গে বাদাম গুঁজে দেখা গিয়েছিল স্যান্ডি সাহাকে। কাঁচা বাদাম সাজে সেই লুক ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। তারপর গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ট্রেন্ডিংয়ে আসা মাত্রই গাঙ্গুবাঈ সাজে হাজির হেয়ছিল স্যান্ডি। এই সমস্ত কান্ড দেখে নেটিজেনরা যেমন মজা পায় তেমনি ট্রোলও করে তবে তাতে কিছু যায় আসে না তাঁর।

Sandy Saha,Colors Bangla,Sandy Saha in Serial,Sandy Saha Viral Video,স্যান্ডি সাহা,মেলায় স্যান্ডি সাহা,স্যান্ডি সাহার ভিডিও,কালার্স বাংলায় স্যান্ডি,স্যান্ডি সাহা নতুন সিরিয়াল

সম্প্রতি স্যান্ডি সাহা নতুন একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে নাইটি পরে মেলায় যেতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয় নাইটি পরেই গোটা মেলা ঘোরা, জমিয়ে আড্ডা, নাগরদোলায় চাপা সবকিছুই হয়েছে। সেই ভিডিও ফেসবুকে শেয়ার করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।  ইতিমধ্যেই ১৩ লক্ষেরও বেশি লোকে সেই ভিডিও দেখেছে। আর দেখে মজা পেয়েছে সেটা বোঝাই যাচ্ছে।

Sandy Saha wearing Nity in Airport

ভিডিওটা শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে, ‘নাইটি পরে মেলায় গিয়ে ছেলে ধরা হয়ে গেছিলাম’। মেলাও নানা দোকানে ঘুরে কেনাকাটি করেছে স্যান্ডি। এরপর ব্রেকড্যান্স থেকে ময়ূরপঙ্খী তারপর নাগরদোলাতেও চেপেছে সে। তবে নাগরদোলাতে উঠে স্যান্ডির রিঅ্যাকশন দেখলেই বোঝা যায় যে ব্যাপক ভয় পেয়ে গিয়েছিল সে। মেলায় যাবে আর ফুচকা খাবে না তাও কি হয়! সকলের সাথে ফুচকাও খেয়েছে সে।

তারপর মেলায় বল ছুড়ে প্রায় জেতার খেলাও খেলেছে। তবে খেলে কিছু জিততে পারেনি সে। স্যান্ডির এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকেই বেশ মজা পেয়েছেন ভিডিও দেখে সেটা জানিয়েছেন। আবার অনেকেই তার পোশাকের প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে ছ্যাবলামি করে ভাইরাল হলেও এবার সিরিয়ালে সুযোগ পেয়ে গিয়েছে স্যান্ডি। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেসবাড়ি’র হাত ধরেই টেলি দুনিয়ায় এন্ট্রি নেবেন স্যান্ডি। ধারাবাহিকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ঝিলিক খ্যাত অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, এবার এই টেলি নায়িকার ভাইয়ের চরিত্রেই দেখা যাবে স্যান্ডিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥