• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলেদের জামা খুলে চুমু খাব, আমার ঠোঁট আমি চুমু খেয়েছি! লাইভে এসে ট্রোলের উত্তর দিলেন স্যান্ডি

গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই দাপিয়ে বেড়াচ্ছে একটি ভিডিও তা হল জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহার ঘনিষ্ঠ ভিডিও। বাংলা বিনোদন জগতের অন্যতম একটা পার্ট এখন সোশ্যাল মিডিয়া। ‘বিখ্যাত’ শব্দটা এখন আর কেবল টলিউড ইন্ডাস্ট্রির সাথে জুড়ে নেই৷ ইউটিউবের জামানায় এখন কোনোও টলি তারকাদের থেকেই কম জনপ্রিয় নন বাংলার ইউটিবাররা। আর এই তালিকায় একেবারেই শুরুতে যার নাম আসে তিনি স্যান্ডি সাহা (Sandy Saha)। তার জনপ্রিয়তাকে খানিক ‘নেগেটিভ পাবলিসিটি’ হিসেবে উল্লেখ করলেও ভুল হয়না।

বিভিন্ন সময় নানান কান্ড ঘটিয়ে শিরোনামে থাকেন স্যান্ডি। তাই তার নিন্দুকের অভাব নেই। বেশ কয়েকবার আইনি জালেও জড়িয়েছেন এই জনপ্রিয় ইউটিউবার। অনেকেরই তার প্রতি অভিযোগ যে কিছু কিছু সময় তিনি সমস্ত সীমা অতিক্রম করে যান। এবারে আরও একটি কীর্তি করে নেটবাসীর কাছে তুমুল সমালোচিত হয়েছেন স্যান্ডি সাহা।

   

স্যান্ডি সাহা,ভাইরাল ভিডিও,চুমু,চুম্বন,Sandy saha,viral video,kiss

সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে, একটি বন্ধ গাড়ির মধ্যে নাইটি পরে এক পুরুষের সাথে লিপলক কিস করছেন স্যান্ডি। ভিডিও দেখে নেটিজেনদের একাংশ চিনতে পেরেছেন স্যান্ডির সাথে থাকা যুবকটিকে। তিনি আর কেউ নন আরও এক ইউটিউবার সাহিল আহমেদ৷

স্যান্ডি সাহা,ভাইরাল ভিডিও,চুমু,চুম্বন,Sandy saha,viral video,kiss

এবার তাদের এই ভিডিও ভাইরাল হতেই ছিছিক্কার পড়ে গিয়েছে সারা নেট দেওয়াল জুড়ে। শুরু হয়েছে দেদার ট্রোলিং। তার এই ভিডিওর সাথে অশ্লীল গান জুড়ে দিয়ে তৈরি হয়েছে নিত্য নতুন মিম ও। এবার এই ট্রোল আর মিমের বাড়বাড়ন্ত দেখেই ক্ষেপে লাল হয়ে সকলকে তুলোধনা করতে লাইভে আসেন স্যান্ডি সাহা।

স্যান্ডি সাহা,ভাইরাল ভিডিও,চুমু,চুম্বন,Sandy saha,viral video,kiss

তার সাফ বক্তব্য, ‘আজ ফেসবুক খুললেই খালি আমার চুমুর ভিডিও। আমার ঠোঁট আমি ঠিক করব কাকে চুমু খাব। লোকের এত জ্বলছে কেন’। এই কথা বলতে বলতে নানান নোংরা অঙ্গভঙ্গিও করতে দেখা যায় তাকে। স্যান্ডির বক্তব্য তাকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে থাকলে তিনি কখনোই মেনে নেবেন না।