সোশ্যাল মিডিয়া (Social media) সেনসেশন স্যান্ডি সাহাকে (Sandy Saha) কে না চেনেন! তাঁর নানান রকমের ভিডিও দেখে হাসি থামা দায় হয়ে পড়ে নেটিজেনদের। প্রত্যেকদিন নিত্যনতুন কাণ্ডকারখানার ভিডিও শেয়ার করে নেটিজেনদের মুখে হাসি ফোটান তিনি। তবে এবার সেই নামী ইউটিউবারের বাড়িতেই চুরি (Stealing) হল। ৫৬ হাজার টাকা এবং বহুমূল্য জিনিস হারিয়েছেন স্যান্ডি।
জানা গিয়েছে, ইতিমধ্যেই নরেন্দ্রপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন স্যান্ডি। ইউটিউবারের (YouTuber) অভিযোগের তীর তাঁরই এক সতীর্থের দিকে। জানা গিয়েছে, কয়েকদিন আগে একজন ইউটিউবার স্যান্ডির কাছে এসে সাহায্য চেয়েছিলেন। তাঁর অবস্থা দেখে সাহায্য করার আশ্বাসও দিয়েছিলেন ইউটিউবার। কিন্তু এখন অভিযোগ, সেই ইউটিউবারই নাকি স্যান্ডি এবং তাঁর বান্ধবীর টাকা এবং বহুমূল্য জিনিস চুরি করেছেন।
বিষ্ণুপদ নস্কর নামে সংশ্লিষ্ট ইউটিউবার গত কয়েকদিন ধরে স্যান্ডির সঙ্গে কাজ করছেন। তাঁর ‘বং ব্রিজ’ নামে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। স্যান্ডির বক্তব্য, একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিষ্ণুপদ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর তাঁর সঙ্গে কোলাব করার ইচ্ছাপ্রকাশ করেন। সংশ্লিষ্ট ইউটিউবারের অসহায় অবস্থা দেখে সাহায্য করতে রাজিও হয়ে যান স্যান্ডি।
তিনি জানান, ‘ও (বিষ্ণুপদ) কাজ শিখতে চেয়েছিল। আমি এমনিতেই আমার একজন বান্ধবীর সঙ্গে কাজ করি। সেই জন্য ও টিমে যোগ দিলে কোনও অসুবিধা হতো না। আমি নিজেই বলেছিলাম, বিনা মাইনেতে কাজ করাব না। মাসের শেষে মাইনে হিসেবে কিছু টাকা দেব। ছেলেটিও রাজি হয়ে যায়’।
জানা যায়, এরপর থেকে স্যান্ডির বাড়ি থেকে নানান জিনিস হারিয়ে যাওয়া শুরু হয়। তাঁর বান্ধবীর বাড়িতেও একই অবস্থা। এমনকি টাকার গরমিলও দেখা যেতে থাকে। ওদিকে কাজের সূত্রে দু’জনের বাড়িতেই যাতায়াত করতেন বিষ্ণুপদ। মনে খানিকটা সন্দেহ দেখা দিলেও কিছু বলেননি তাঁরা। এরপরই স্যান্ডির আইপড চুরি হয়। সেটি ট্র্যাক করে বিষ্ণুপদর বাড়ির সামনে পৌঁছন তাঁরা। প্রথমে খানিক জোরাজুরি করলেও পরে চুরির কথা স্বীকার করে নেয় সে।
এমনকি নাকি এও জানা যায়, স্যান্ডির বান্ধবীর অ্যাকাউন্ট থেকে বিষ্ণুপদ টাকাও ট্রান্সফার করেছে। এই ঘটনার পর থেকেই বিষ্ণুপদ পলাতক বলে জানান স্যান্ডি। এখন নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া তারকার কথায়, ’৫৬ হাজার টাকার হিসেবে গরমিল দেখা যাচ্ছে। কিন্তু সম্পূর্ণ বিষয়টিই এখন প্রমাণসাপেক্ষ। আমি ভাবিনি কাউকে বিশ্বাস করে এভাবে ঠকতে হবে। সব জিনিস এবার পেয়ে গেলে বাঁচি’।