• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতার উরফি! রাস্তার ধারে বিচিত্র পোশাকে স্যান্ডির ‘বেশরম’ নাচ দেখে কটাক্ষ নেটিজেনদের

Updated on:

Sandy Saha dancing on Besharam Rang song beside roads of Kolkata

এই মুহূর্তে ‘পাঠান’ (Pathaan) জ্বরে কাবু গোটা বিশ্ব। বাদ নেই বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাও (Sandy Saha)। সম্প্রতি যেমন মাঝ রাস্তায় ‘বেশরম রঙ’ (Besharam Rang) গানে কোমর দুলিয়েছেন তিনি। সেই ভিডিও আবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর বলাই বাহুল্য, মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। স্যান্ডির নিজস্ব স্টাইলে ‘বেশরম রঙ’ গানে কোমর দোলানো বেশ পছন্দ হয়েছে নেটাগরিকদের।

গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী রিলিজ করেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। রিলিজের আগে এই ছবিটি নিয়ে কম বিতর্ক হয়নি। সৌজন্যে ‘বেশরম রঙ’ গানটি। এবার সেই ‘বেশরম রঙ’ গানেই কোমর দোলালেন স্যান্ডি। পরনে ছিল গেরুয়া রঙের পোশাক। মাঝ রাস্তায় ‘পাঠান’এর গানে জনপ্রিয় ইউটিউবারের নাচ দেখে হাসি থামা দায় নেটিজেনদের।

Sandy Saha Dances to Besharam Rang
স্যান্ডি সাহা

স্যান্ডির শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, গেরুয়া রঙের কাপড় দিয়ে বানানো একটি স্কার্ট এবং টপ জাতীয় পোশাক পরে রয়েছেন তিনি।স্বল্প পোশাকেই রাস্তার ধারে দাঁড়িয়ে ‘পাঠান’এর গানে কোমর দোলাচ্ছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে এই সোশ্যাল মিডিয়া স্টার লিখেছেন, ‘আমার বেশরম রঙের বিষয়ে কী বলবেন’?

যদিও স্যান্ডি ক্যাপশনে ‘বেশরম রঙ’ গানের কথা উল্লেখ করলেও তাঁর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাজছিল ‘ঝুমে জো পাঠান’ গানটি। একের পর এক কমেন্ট করে নেটিজেনরা নিজেদের মতামত জানিয়েছেন। কেউ স্যান্ডিকে কটাক্ষ করেছেন, কেউ আবার তাঁর সাহস দেখে কুর্নিশ জানিয়েছেন।

কয়েকজন নেটিজেন যেমন স্যান্ডিকে ‘কলকাতার উরফি জাভেদ’ বলেছেন। একজন স্যান্ডির ভুঁড়ি নিয়ে কটাক্ষ করে লিখেছেন, ‘তোমার থেকে তোমার ভুঁড়িটাই বেশি ডান্স করল দিদি’। আর একজন আবার লিখেছেন, ‘প্রথমে রামদেব বাবা লাগল দেখে’।

Sandy Saha trolled

নেটিজেনদের একাংশ কটাক্ষ করলেও অনেকেই স্যান্ডির প্রশংসাও করেছেন। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘আসল ভালো নেচেছ স্যান্ডি। সবার সামনে রাস্তার মধ্যে এই পোশাক পরে নাচ করার জন্যেও পাঠানের মতো সাহস লাগে। আমার খুব ভালোলেগেছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥