• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই সিরিয়াল ছেড়ে কোথায় হারিয়ে গেল ‘স্যান্ডি’ ? অবশেষে মুখ খুললেন অভিনেতা ওমকার

Published on:

Mithai Serial Sandy actor Omkar

নায়ক নায়িকা সিদ্ধার্থ মিঠাই ছাড়াও জি বাংলার ‘মিঠাই’ (Mithai)-প্রেমী দর্শকদের রয়েছে একাধিক পছন্দের চরিত্র। প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে টিভির পর্দায় দেখতে দেখতে প্রত্যেক চরিত্রই হয়ে উঠেছেন দর্শকদের একেবারে গড়ের মানুষ। এই সিরিয়ালের প্রত্যেক সদস্যকেই বড্ড ভালোবাসেন দর্শক।

তবে বেশ কিছুদিন আগেই একটা বড়সড় লীপ নিয়েছে এই সিরিয়াল। আর তারপর থেকে আচমকাই এই সিরিয়াল গায়েব হয়ে গিয়েছেন দর্শকদের একাধিক প্রিয় চরিত্ররা। অনেকদিন ধারাবাহিকে সেইসব পছন্দের চরিত্রদের না দেখতে পেয়ে তাদের ভীষণ মিস করেন দর্শক। সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যান পেজ গুলোর দিকে তাকালে স্পষ্ট হয়ে যায় ছবিটা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Mithai,মিঠাই,Omkar Bhattacharya,ওমকার ভট্টাচার্য,Sandy,স্যান্ডি,Pherari Mon,ফেরারি মন,Serial Dadababu,সিরিয়াল দাদাবাবু,Trolling,ট্রোলিং

মিঠাই ভক্তদের দারুন পছন্দের এমনই একটি চরিত্র হল সিরিয়াল দাদাবাবু (Serial Dadababu) অর্থাৎ স্যান্ডি (Sandy) অভিনেতা ওমকার চক্রবর্তী (Omkar Chakraborty)। শুরুর দিকে একটা সময় এই চরিত্রে অভিনয় অভিনয় করতেন জনপ্রিয় অভিনেতা বিশ্ববাসু বিশ্বাস (Biswabasu Biswas)।

তাঁর হাত ধরেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছিল এই সিরিয়াল দাদাবাবুর চরিত্রটি। কিন্তু একসময় আচমকাই মাঝপথে মিঠাই ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সেসময় বিশ্ববাসুকে রিপ্লেস করে দর্শকদের তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ওমকার। পুরোনো স্যান্ডিকে দেখতে না পেয়ে দর্শকরা রীতিমতো রেগে গিয়েছিলেন তার ওপর।

আর এখন তাকেই সিরিয়ালে দেখতে না পেয়ে রীতিমতো মিস করছেন দর্শক। এই মুহূর্তে ওমকার কে দেখা যাচ্ছে কালার্স বাংলার ‘ফেরারি মন’ সিরিয়ালে নায়কের ভাই পার্থিবের চরিত্রে। আর মিঠাইযে ট্র্যাক অনুযায়ী স্যান্ডি এখন বৌ পিঙ্কিজির স্বপ্ন পূরণ করতে মুম্বাই পাড়ি দিয়েছেন।

কবে তাকে আবার মিঠাইতে দেখা যাবে তা এখনই বলা যাচ্ছে না। তবে সম্প্রতি সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে ওমকার জানিয়েছেন সিনে দেখা না গেলেও এখনও সময় পেলেই তিনি মিঠাই পরিবারের সাথে দেখা করতে চলে যান।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥