ধারাবাহিকে অভিনয় করে অভিনেতা অভিনেত্রীরা একেকটি চরিত্রে যেন প্রাণ প্রতিষ্ঠা করেন৷ ঠিক যেরকম অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) গত ৪ বছর ধরে ‘করুণাময়ী রাণী রাসমণী’ (Korunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে রানিমার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আসছেন। এখন তার নিজের নামের চেয়েও বেশি পরিচিতি ‘রানিমা’ ডাকেই।
অল্প বয়সেই কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানে বয়স্কা রানিমাও চরিত্রে দিতিপ্রিয়ার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তবে এবারে বেজে গিয়েছে রানিমার বিদায় ঘন্টা। রানিমার পর্ব এবার শেষ হতে চলেছে সিরিয়ালে। গল্প অনুযায়ী জীবনের শেষ সময়ে এসে গিয়েছে রানিমার। রাণী রাসমণীর ঐতিহাসিক কাহিনীও একই কথা বলে।
আজই মহাপর্বে দেখানো হবে রানিমার মৃত্যু। এর আগেই প্রোমোতে ঝলক দেখা দেখা গিয়েছে, বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন রানীমা সাথে শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। মথুরের চোখে রাণীমার এই দৃশ্য দেখা যাচ্ছে না তাই সে ডাক্তার ডাকতে যেতে চাইছে। কিন্তু রাণীমা তাকে ডাক্তার বৈদ্য ডাকতে মানা করছেন।
কারণ মা ভবতারিণী রাণীমাকে নিজের কাছে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এরপরেই রাণী মা বুঝতে পেরেছেন যে তাঁর জীবনের অন্তিম সময় নিকট এসে গিয়েছে। রানী রাসমণি সিরিয়ালে রানীমাকেই দেখা যাবে না এই কথা ভেবেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের।
কিন্তু দর্শকদের জন্য সুখবর এই যে রানিমার মৃত্যু হলেও ধারাবাহিক এগোবে। রানির মৃত্যুর পরে দক্ষিণেশ্বর মন্দিরের বাকি ইতিহাস তুলে ধরা হবে। দেখানো হবে সারদা মা এবং গদাধরের জীবন কাহিনী। ধারাবাহিকে প্রথম থেকেই গদাধরের ভূমিকায় অভিনয় করে আসছেন সৌরভ সাহা। পর্দায় তার সাথে ছোট বেলার সারদা মায়ের বিবাহ দেখানো হয়েছিল।
এবার সুখবর হল পরিণত বয়সের সারদা মায়ের চরিত্রে এবার দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে (Sandipta Sen)। গদাই ঠাকুরের রামকৃষ্ণ হয়ে ওঠার গল্পে এবার পাশে পাওয়া যাবে সারদা মা কেও। এর আগে সন্দীপ্তাকে দেখা গিয়েছিল ‘দুর্গা’র চরিত্রে। এবার সে কতটা সারদা মা হয়ে উঠতে পারে সেটাই দেখার।