• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাহুলের সাথে প্রেম নেই শুধু বন্ধু, প্রিয়াঙ্কার সাথে সৌজন্য বজায় রাখি! সমস্ত গুজব উড়িয়ে অকপট সন্দীপ্তা

Published on:

Rahul Arunodoy Banerjee রাহুল অরুণোদয় ব্যানার্জী Sandipta Sen সন্দীপ্তা সেন

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। কখনও ছোটো পর্দা, তো কখনও বড় পর্দা, আবার কখনও ওয়েব সিরিজ সর্বত্রইই এখন তাঁর অবাধ বিচরণ। তাই সবমিলিয়ে এককথায় ইন্ডাস্ট্রির অলরাউন্ডার তিনি।একটা প্রজেক্ট শেষ হতে না হতেই হাতে চলে আসছে আরও একটা নতুন প্রজেক্টের কাজ। তবে চরম ব্যস্ততার মধ্যেও নিজের জন্য ঠিক সময় বার করে নেন অভিনেত্রী।আর সুযোগ পেলেই মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি।

সম্প্রতি অঞ্জন দত্তের (Anjan Dutt) ‘মার্ডার ইন দ্য হিলস’(Murder In The Hills) নামের ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে প্রায় একই সময়েই জনপ্রিয় সিরিয়াল ‘রানি রাসমণির’ (Rani Rasmoni) মা সারদা চরিত্রের হাত ধরে ছোট পর্দায় কামব্যাক করেছেন সন্দীপ্তা। সেদিক দিয়ে দেখতে গেলে নিমা প্রধানের মতো বোল্ড চরিত্র, আর ধারাবাহিকে মা সারদার চরিত্র সম্পূর্ণরূপে একে অপরের বিপরীতধর্মী দুটি চরিত্র।

Sandipta Sen সন্দীপ্তা সেন

তবে দুটো চরিত্রেই দারুণভাবে ব্যালেন্স করেছেন সন্দীপ্তা। এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন দর্শক যদিও দু’টি চরিত্রকেই প্রায় এক সময়ে দেখলেও অভিনেত্রী সন্দীপ্তাকে তাঁরা ভালবাসেন বলেই হয়তো দু’ভাবেই তাঁকে মেনে নিয়েছেন। তবে আবার ছোট পর্দায় কামব্যাক করার প্রসঙ্গে এদিন সন্দীপ্তা জানান ‘মা সারদার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে রাজি হয়ে গেলাম। এই ধারাবাহিকে আমি ছ’মাসের জন্য এসেছি। সুতরাং খুব বেশি দিনের কাজ নয় এটা।আর ‘রাণী রাসমণি’-র মতো ধারাবাহিকে কাজ করতে পারাটাও আমার কাছে একটা ভাল লাগার জায়গা।’

সন্দীপ্তা সেন Sandipta Sen in Rani Rashmoni Serial

অভিনেত্রী সন্দীপ্তা সেনের অভিনয় জীবনের মতোই বরাবর চর্চায় থাকে তাঁর ব্যক্তিগত জীবনও। তুমি আসবে বলে’ সিরিয়ালে একসাথে অভিনয় করার পর থেকেই রাহুল বন্দোপাধ্যায়ের সাথে তাঁর প্রেমের খবর চাউর হয়েছে। এমনকি এখনও তাঁদের নিয়ে লেখালেখি থামেনি। এপ্রসঙ্গে এদিন মুখ খুলেছেন সন্দীপ্তা। এপ্রসঙ্গে তিনি বলেন ‘এটুকু বলতে পারি, রাহুল আমার খুবই ভাল বন্ধু। আমি যেমন সব সময় ওর পাশে থেকেছি, ওকেও একই ভাবে পাশে পেয়েছি।’

rahul banerjee sandipta sen

 

তবে নিন্দুকরা বারবার অভিযোগ করে এসেছেন সন্দীপ্তার জন্যই নাকি রাহুলের সাথে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের বিচ্ছেদ হয়েছে। এপ্রসঙ্গে সন্দীপ্তার স্পষ্ট জবাব ‘কে কী ভাবল, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারব না। গত বছর পুজোয় আমি আর প্রিয়াঙ্কা একটা গানের ভিডিয়োতে একসঙ্গে কাজও করলাম। ও হয়তো আমার খুব ভাল বন্ধু নয়। কিন্তু দেখা হলেই আমরা কথা বলি, একে অপরকে দেখে হাসি। আর এই সৌজন্যটুকু না দেখানোর কোনও কারণ আমি খুঁজে পাই না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥