• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সংসারের মায়া কি দরকার!’ দিদি নং ১ এর মঞ্চে মন্তব্য অভিনেত্রী সন্দীপ্তার

Published on:

সন্দীপ্তা সেন

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সন্দীপ্তা সেন (Sandipta sen)। অভিনয় দক্ষতা দিয়েই তিনি জয় করে নিয়েছেন সকল দর্শকদের মন। ২০০৯ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুর্গা’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিনয় জগতে পদার্পন হয়। এরপর ‘টাপুর টুপুর’ সিরিয়ালে টাপুর চরিত্রে তাঁর অভিনয় নজর কাড়ে সকলের। অভিনেত্রীর রূপে গুনে মুগ্ধ সকল দর্শক। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষ সন্দীপ্তা।

বয়স ৩৪ পেরোলেও অভিনেত্রী যত দিন যাচ্ছে ততই যেন নিজেকে আরও অন্য রকম ভাবে মেলে ধরছেন। তাঁর গ্ল্যামার যেন দিনই দিন বেড়েই চলেছে। একসময় ‘তুমি আসবে বলে’ সিরিয়ালে অভিনেতা রাহুলের সঙ্গে জুটি বাধায় অনেকেই মনে করতেন যে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি অনেকে এখনও মনে করেন যে, তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু তাঁরা বারবারই বলেছেন তাঁরা শুধুমাত্র ভালো বন্ধু।

সন্দীপ্তা সেন Sandipta Sen

সম্প্রতি বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সাথে ছিল অভিনেত্রীর মা। নানান খেলা আর মজার মধ্যে দিয়ে শোতে দারুন এনজয় করেছেন সন্দীপ্তা। তাছাড়া মঞ্চে ছিল অভিনেত্রী দেবলীনা কুমার। আর শোএর সঞ্চালিকা রচনা ব্যানার্জী তো ছিলেনই।

শো চলাকালীন সন্দীপ্তাকে রচনা ব্যানার্জী বলেন, ‘সন্দীপ্তা এমন একটি মেয়ে যাকে সকলেই নিজের বাড়ির বউ বানাতে চায়’। রচনার মুখে এই কথা শুনে অভিনেত্রী যে উত্তরটি দিলেন তা একেবারেই অবাক করে দেবার মত। সন্দীপ্তা বলেন, ‘সংসারের মায়া কি দরকার!’ সন্দীপ্তার মুখে এই উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন রচনা ব্যানার্জী ও অভিনেত্রী নিজেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥