• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অঞ্জন দাকে চুমু খাইনি, ঘনিষ্ঠ হয়েছি! বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা সেন

Published on:

Sandipta Sen Anjan Dutta Kissing scene সন্দীপ্তা সেন অঞ্জন দত্ত

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)।সম্প্রতি অঞ্জন দত্তর (Anjan Dutt) আসন্ন ‘মার্ডার ইন দ্য হিলস (Murder In The Hills)’ওয়েব সিরিজে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী।এক সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছে অঞ্জন দত্তের এই প্রথম ওয়েব সিরিজের ট্রেলার। কয়েক মিনিটের এই ট্রেলারের একটি বিশেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে ব্যাপক কাটাছেঁড়া। আসলে ওই দৃশ্যটিতে ৬৮ বছর বয়সী অঞ্জন দত্তের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে সন্দীপ্তা সেনকে। যা মোটেই ভালো চোখে দেখছেন না নেটিজেনরা।

পাহাড়ি পরিবেশের প্রেক্ষাপটে তৈরি এই ওয়েব সিরিজের পরতে পরতে রয়েছে রহস্য রোমাঞ্চ। এই থ্রিলার সিরিজে চিকিৎসক নিমা প্রধানের চরিত্রে রয়েছেন সন্দীপ্তা। আর চরিত্রটিতে যে বেশ কিছু ‘গ্রে শেডস’ রয়েছে তা নিজেই স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা। এপ্রসঙ্গে একটি সাক্ষাৎকারে সন্দীপ্তা জানিয়েছেন ‘মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনার সুবাদে চরিত্র বুঝে নিতে একটুও অসুবিধে হয়নি। আর অঞ্জনদা তো ছিলেনই। আমাদের সবাইকে নিয়ে একাধিক বার আলোচনায় বসেছেন। খুব ভাল করে চরিত্রগুলো সকলকে বুঝিয়ে দিয়েছেন’।

সন্দীপ্তা সেন Sandipta Sen

পরিচালক অঞ্জন দত্তের সাথে কাজ করার সুযোগ পেয়ে শুরু থেকেই এক্সইটেড ছিলেন সন্দীপ্তা।তবে ওয়েব সিরিজের যে কিসিং সিন নিয়ে এতো চর্চা সে প্রসঙ্গে অত্যন্ত সাবলীলভাবেই সন্দীপ্তা জানিয়েছেন ‘চিত্রনাট্য মেনে আমি আর অঞ্জনদা ঘনিষ্ঠ হয়েছি। কিন্তু কেউ কাউকে ভিজে চুমু খাইনি! পুরো দৃশ্যটাই চুরি করে তোলা, কিন্তু ভীষণ স্বাভাবিক দেখতে লাগবে।” তাই সন্দীপ্তার কথায় এতে গোটা বিষয়টা দর্শকদের কাছে যেমন স্বভাবিক মনে হয়েছে, তেমনই অভিনেতা হিসাবে তাঁদেরও কোনোরকম অস্বস্তি হয়নি।

Sandipta Sen Anjan Dutta Kissing scene সন্দীপ্তা সেন অঞ্জন দত্ত

চরিত্র খাতিরে এই ছবিতে সন্দীপ্তার লুক একেবারে সাধারণ রাখা হয়েছে।কোনোরকম চড়া মেকাপ ছাড়াই , একেবারে স্বাভাবিক ‘লুক’-এ মোটা ফ্রেমের চশমা পরে, পনি টেল করে ধরা দিয়েছেন অভিনেত্রী। শুধুমাত্র গাঢ় লিপস্টিক আর জাঙ্ক জুয়েলারিতেই সেজেছেন রহস্যময়ী নিমা। এছাড়াও চেহারায় ভারিক্কি ভাব আনতে ওজনও বাড়িয়েছিলেন অভিনেত্রী।

অন্য দিকে ছোটপর্দায় ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে দেখা যাচ্ছে নতুন প্রমো। সেখানে মা সারদার ভূমিকায় ধরা দিয়েছেন সন্দীপ্তা। একেবারে ভিন্ন ধর্মী দুই চরিত্রে, নিজেকে এভাবে ভাঙতে পেরে দারুণ খুশি হয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। উল্লেখ্য আগামী ২৩ শে জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে ‘মার্ডার ইন দ্য হিলস’।এই সিরিজে সন্দীপ্তা ছাড়াও রয়েছেন সৌরভ চক্রবর্তী, রাজদীপ গুপ্ত, অনিন্দিতা, সুপ্রভাত সহ আর অনেকেই । পাহাড়ে ঘেরা দার্জিলিং ছাড়াও শ্যুটিং হয়েছে কলকাতার দ্য এলগিন ফেয়ারলনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥