জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি'(Karunamoyi Rani Rashmoni)। ইতিমধ্যে এই সিরিয়ালে রাণিমার মৃত্যুর মধ্য দিয়ে ৪ জুলাই ৪ বছরের দীর্ঘ সফর শেষ করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy)। তারপর অর্থাৎ ৫ জুলাই থেকেই শুরু হয়েছে ‘রাসমণি উত্তর পর্ব’। এই পর্বে রামকৃষ্ণকে নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিকের পরবর্তী অধ্যায়। আর এই পর্বে সিরিয়ালের মূল আকর্ষণ হতে চলেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) অভিনীত ‘মা সারদা'(Maa Sarada) চরিত্রটি।
রানি রাসমণির এই নতুন চরিত্রের হাত ধরেই দীর্ঘদিন পর ফের টিভির পর্দায় কামব্যাক করছেন সন্দীপ্তা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয় জগতে প্রথম পা রেখেছিলেন অভিনেত্রী। এরপর অভিনেত্রী। এরপর ওই একই চ্যানেলেরই ‘টাপুর টুপুর’ এবং ‘তুমি আসবে বলে’-তে একেবারে ভিন্ন স্বাদের দুটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
আর দীর্ঘদিন বাদে এবার মা সারদার চরিত্রে অভিনয় করতে পেরে দারুন উৎসাহী অভিনেত্রী। এপ্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমে বলেছেন ‘যে কোনও অভিনেত্রীর কাছে মা সারদার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের। অনেকদিন পর ছোটপর্দায় ফিরছি। মা সারদার চরিত্র তো বাঙালির মনে গেঁথে রয়েছে। প্রত্যেক বাঙালির ঘরেই বোধহয় মা সারদার ছবি রয়েছে। আমি নিজে শ্রী রামকৃষ্ণ, সারদাদেবীর গল্প শুনে বড় হয়েছি। এই চরিত্রটা নিয়ে আমি খুব উৎসুক। তবে ভীষণ চ্যালেঞ্জিং এই চরিত্রটা আমার কাছে। চেষ্টা করছি ১০০ শতাংশ দিয়ে চরিত্রটিতে কাজ করার। বাকিটা আপনাদের উপর।’
সেই উদ্দেশ্যেই এখন থেকে একেবারে তোরজোড় শুরু করে দিয়েছেন অভিনেত্রী। জানা গেছে এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে রীতিমতো রিসার্চ শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সন্দীপ্তার কথায় ‘আমি ‘শতরুপে সারদা’ বলে একটা বই পড়ছি। আরও অনেকে অনেক বইয়ের নাম বলছেন, সব পড়ব। এই চরিত্রটায় নিজেকে তৈরি করার জন্য রিসার্চ ছাড়া উপায় নেই।’
সেইসাথে অভিনেত্রীর রানি রাসমণির সেটের প্রশংসা করে বলেছেন ‘এর আগে যখন ধারাবাহিকের সেটটা দেখতাম, মা কালীর মূর্তিটা দেখতাম, মনে হত, ইস,এখানে যদি যেতে পারতাম। সেটটা বড় ভালো। আজ এখানে এসে কাজ করছি। ভীষণ ভালো লাগছে।’