টলিউড তথা বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন। টুপুর টুপুর, তুমি আসবে বলেই সিরিয়ালের দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। আর এই দুর্দান্ত অভিনয় দিয়েই বাঙালি দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন সন্দীপা। বর্তমানে টেলিভিশনে তো বটেই ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রেখেছেন অভিনেত্রী। আবার ভালো অভিনেত্রী হবার পাশাপাশি ভালো নৃত্যশিল্পী সন্দীপা।
সন্দীপা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ও পপুলার। সোশ্যাল মিডিয়াতে ৭ লক্ষ অনুগামী রয়েছে সন্দীপার। আর অনুগামীদের প্রতিনিয়ত নিজের ছবি ও ভিডিও শেয়ার করে মাতিয়ে রাখেন অভিনেত্রী। ঘুরতে খুব ভালো বসেন সন্দীপা তাই কাজের ফাঁকে প্রায়শই ঘুরতে বেরিয়ে পড়েন। আর ঘুরতে গিয়ে নানান মুহূর্তের ছবি শেয়ার করে নেন অনুগামীদের সাথে।
কিছুদিন আগেই ঘুরতে গিয়ে কিছু ছবি ও একটি ভিডিও শেয়ার করেছিলেন সন্দীপা। ভিডিওতে ঘুমু উড়ে গানে নাচতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি অভিনেত্রী আরো একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে হোটেলের মধ্যেই রয়েছেন সন্দীপা, হোটেলে বসেই নাচে মেতে উঠেছেন তিনি। নেহা কক্করের জনপ্রিয় গান সোনা সোনা গানে দারুন সমস্ত অঙ্গভঙ্গিতে নাচে মেতে উঠেছেন অভিনেত্রী সন্দীপা।
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পরেই তাই বেশ ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ১৫ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। আর ভিডিওটি যে সন্দীপার অনুগামীদের বেশ পছন্দ হয়েছে তা কমেন্ট দেখলেই বোঝা যায়!
View this post on Instagram