সোশ্যাল মিডিয়ার দৌলতে স্যান্ডি সাহা (Sandi Saha) এখন প্রায় সবার কাছেই পরিচিত। কিভাবে ট্রেন্ডিংয়ে বা শিরোনামে থাকতে হয় সেটা স্যান্ডি বেশ ভালোমতই জানে। কখনো সর্বাঙ্গে কমলালাবু গুঁজে ‘কমলা নৃত্য করে’ গানে নাচ তো ভাইরাল ‘হরেকৃষ্ণ ১১৭৬’ এর জেরে বাঁশি হাতে কৃষ্ণর সাজ। নেটপাড়ায় ভাইরাল কন্টেন্ট মানেই থাকবে স্যান্ডি সাহা। আর এবার এয়ারপোর্টে নাইটি পরে হাজির স্যান্ডি সাহা।
আসলে টেন্ডিংয়ে থাকার জন্যই যে এই ধরণের কান্ডকারখানা করে স্যান্ডি সেটা বেশ বোঝা যায়। যখন যেটা ট্রেন্ডিং চলে তখনই সেদিকে হাজির স্যান্ডি। আর জৌলুস ভরা ঝকমকে জামা কাপড় নয় বরং নাইটি পড়তে বেশ ভালোবাসে স্যান্ডি। তাই মাঝে মধ্যেই ভিডিওতে নাইটে পরে এখানে ওখানে যেতে দেখা যায় স্যান্ডিকে। নাইটি পরেই ফাইভ ষ্টার হোটেল থেকে নিজের প্রথম গাড়ি কিনতে গিয়েছিল স্যান্ডি। আর এবার নিজের পছন্দের পোশাকেই হাজির হয়েছে কলকাতা এয়ারপোর্টে।
নাইটি পরে ভিডিও বানিয়ে নিজেকে ‘নাইটি বৌদি’ বলে ডাকে স্যান্ডি সাহা। এদিন এয়ারপোর্টে নাইটি পরে যাওয়াই শুধু নয়, ওই পোশাকেই ফ্লাইটে চেপেছে সে। আর গোটা জার্নির একটি ভিডিও ব্লগ বানিয়ে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিও শেয়ার করা মাত্রই প্রতিবারের মত ভাইরাল হয়ে পড়েছে। লক্ষ লক্ষ দর্শকেরা ইতিমধ্যেই ভিডিও দেখে ফেলেছেন ও শেয়ার করেছেন।
ভিডিওতে প্রথমেই দেখা যাচ্ছে নাইটি পরে এয়ারপোর্টে ‘ও টুনির মা’ গানে নাচছে স্যান্ডি সাহা। এরপর নাইটি পড়ে গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে ঢোকা থেকে খাওয়া দাওয়া ফ্লাইটের জার্নি দেখিয়েছে। মাঝে এয়ারপোর্টে এক ব্যক্তির সাথে কথাবার্তাও হয়েছে। সব মিলিয়ে ভিডিও যে ভাইরাল সে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। ‘নাইটি বৌদি’ স্যান্ডির ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা নিজেদের মত অজস্র মন্তব্য করেছেন। ভালো খারাপ মিশিয়েই রয়েছে।
প্রসঙ্গত, এর আগে ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার সময় সর্বাঙ্গে বাদাম গুঁজে ও বাদামের মালা পরে হাজির হয়েছিল স্যান্ডি সাহা। এমনকি বাদাম কাকু ভুবন বাদ্যকরের সাথেও দেখা করে এসেছিল সে। সেই সমস্ত কান্ডকারখানাও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।