• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পৌরষত্ব দেখাতেই সপাটে চড় খেল মন্টু! ‘সন্ধ্যাতারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

টিভি খুললেই এখন হরেকরকম নতুন সিরিয়ালের মেলা। সম্প্রতি তেমনই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ বাংলা সিরিয়ালের (Bengali Serial) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। এই ধারাবাহিকের হাত ধরেই আরও একেবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। নতুন এই সিরিয়ালে অণ্বেষা অভিনয় করছেন সন্ধ্যা চরিত্রে।

দুই বোন সন্ধ্যা এবং তারার আত্মত্যাগ ও স্বার্থত্যাগের গল্প নিয়ে তৈরী এই সিরিয়ালে একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে ফাটিয়ে অভিনয় করছেন তিনি। যার মধ্যে দিয়ে ধীরে ধীরে তিনি বেরিয়ে আসছে উর্মির চরিত্র থেকে। এর আগে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ তে উর্মি চৈত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

   

Audience praise Sandhyatara serial sandhya actress Annwesha Hazra's acting

এই ধারাবাহিকেও অণ্বেষার তুখোড় অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। তাই এই অল্প দিনেই সন্ধ্যা চরিত্রটি বেশ ছাপ ফেলেছে দর্শকমহলে। সিরিয়ালটির প্লট অনুযায়ী সন্ধ্যা এবং তারা দুই বোন। একে অপরকে খুবই ভালোবাসে তারা।  একদিকে সন্ধ্যা, যেমন পরিশ্রমী আর কর্মঠ তেমনি প্রতিবাদী। ধারাবাহিকে সন্ধ্যার বোন তারার চরিত্রে অভিনয় করছেন আরও এক জনপ্রিয় টেলি অভিনেত্রী অমৃতা দেবনাথ।

এছাড়া দুই বোনের এই সিরিয়ালে নায়ক আকাশের চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেতা সৌরজিৎ ব্যানার্জী। প্রসঙ্গত নায়ক-নায়িকারা ছাড়াও তারকা খচিত এই সিরিয়ালে বিশেষ ভাবে নজর কাড়ছেন আরও একটি চরিত্র তিনি হলেন নায়কের মা তথা বলিষ্ঠ চরিত্রের অধিকারী বিজয়া মাঠান।

Audience praise Sandhyatara serial sandhya actress Annwesha Hazra's acting

গত পর্বেই দর্শক দেখেছেন পুরুষত্বের জোর দেখতে গিয়ে সন্ধ্যার কাছে পাঞ্জা লড়াইয়ে গোহারা হেরেছে মন্টু। এখানেই শেষ নয় সন্ধের তেজ দেখে মেয়ে মানুষের দেমাগ কমাতে তাঁর কষ্টের ফসলে আগুন লাগিয়ে দিয়ে এসেছিল মন্টু। কিন্তু সন্ধ্যায় ছেড়ে দেওয়ার পাত্রী নয়। বড়োলোকদের সারাক্ষণ গরিবদের পায়ের তলায় পিষে রাখার মানসিকতা ভেঙে চুরমার করতে সে নিজে গিয়েছিল মাঠানের বাড়িতে।

সেখানে সব জিনিস লণ্ডভণ্ড করে দিয়ে নিজের জলে ফসলের শোধ নিতে সেখান থেকে দুবস্তা ফসল নিয়ে এসেছে সে। আর বাড়ি এসে সব  কথা জানতে পারা মাত্রই দেওর মন্টুর ওপর প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েন তিনি। একটা মেয়ের ওপর জোর করে পুরুষত্ব দেখানোয় চড়িয়ে গাল লাল করে দেন মন্টু।