• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘুমানোর আর জায়গা পেল না, শেষ পর্যন্ত বাথটব! সন্ধ্যার বাড়াবাড়ি দেখে বিরক্ত দর্শক

Published on:

Sandhyatara Serial audience troll Sandhya

বাংলা সিরিয়ালের (Bemgali Serial) জগতে ইদানিং দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। ভিন্ন স্বাদের এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অন্বেষা হাজরা। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সন্ধ্যা। তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন নতুন নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়।

পর্দায় তাঁদের সম্পর্কটা সাপে নেউলে হলেও নায়ক-নায়িকা সন্ধ্যা এবং আকাশনীলের খুনসুটি কিন্তু ভীষণ পছন্দ করছেন দর্শক। প্রতিমুহূর্তে তাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটাকে চুটিয়ে উপভোগ করছেন সকলেই। প্রতিনিয়ত এই ধারাবাহিকে আসছে মজার মজার  নিত্যনতুন চমক। তবে এই ধারাবাহিকের নায়ক-নায়িকা নীল আর সন্ধ্যা ছাড়াও দর্শকদের অত্যন্ত পছন্দের চরিত্র হলেন সন্ধার শ্বাশুড়ি বিজয়া মাঠান।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,আকাশনীল,Akashneel,সন্ধ্যা,Sandhya,মজার মুহূর্ত,Funny Moment,বাথটব,Bathtob,ঘুম,Sleep,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাঁর সন্ধ্যার মিষ্টির সম্পর্ক ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। যদিও গ্রামের বোকাসোকা মেয়ে সন্ধ্যার কান্ডকারখানা দর্শকরা হামেশা রসিকতা করেন সোশ্যাল মিডিয়ায়। তা সে প্রোমো তে আসা সন্ধ্যার স্মার্ট বউ সাজতে গিয়ে প্যান্ট খুলে পড়া হোক কিংবা পিসি ঠাম্মার কথায় বোকার মতো পুজোয় জ্যান্ত হাঁস নিয়ে আসা হোক। বারেবারেই দর্শকদের হাসির পাত্র হয়েছে বিজয়া মাঠানের বৌমা সন্ধ্যা।

সন্ধ্যার বাথ টবে কেন ঘুমাচ্ছে?

গত পর্বেই দর্শক দেখেছেন মাঝরাতেই নীল সন্ধ্যাকে ঘর থেকে বের করে দিয়েছিল। তাই থাকার জায়গা না পেয়ে শেষমেষ সে বাথরুমের বাথটবেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মায়ের ভয়ে সন্ধ্যাকে সারাবাড়ি খুঁজতে খুঁজতে নীলও শেষ পর্যন্ত এসে পড়ে সেই বাথরুমে। সেখানে নীল হাজার ডাকাডাকির পরেও সাড়া পায়না সন্ধ্যার।উল্টে দেখা যায় বাথটবেই নাক ডেকে ঘুমাচ্ছে সন্ধ্যা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,আকাশনীল,Akashneel,সন্ধ্যা,Sandhya,মজার মুহূর্ত,Funny Moment,বাথটব,Bathtob,ঘুম,Sleep,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

সিরিয়ালের এই দৃশ্যটি ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়। এই দৃশ্য ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি শেয়ার করে কটাক্ষের সুরে ক্যাপশনে এক দর্শক লিখেছেন ‘সন্ধ্যা আর ঘুমানো জন্য জায়গা পেলো নাহ্  যতসব ন্যাকামি।’ কমেন্ট সেকশনেও উপচে পড়েছে মন্তব্যের বন্যা। এমনই একজন নিজস্ব মতামত জানিয়ে লিখেছেন ‘ভালো লাগে ওর অভিনয়। কিন্তু মাঝে মাঝে একটু বেশিই ওভার অ্যাক্টিং করে। এই জন্য রাগ হয়। সিরিয়ালটা অতিরিক্ত ফানি হয়ে যাচ্ছে, প্রথম দিকে ভালো ছিল।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥