• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ জীবনেও কন্ঠের জাদু ছিল অব্যাহত, মঞ্চে সন্ধ্যা মুখপাধ্যায়ের গানের ভিডিও ভাইরাল নেটপাড়ায়

একে একে তারার  সুরের দেশে পাড়ি দিয়েছেন স্বর্ণযুগের সংগীত শিল্পীরা। প্রথমে লতা মঙ্গেশকর তারপর গত মঙ্গলবার প্রয়াত  হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। যার জাদুকন্ঠের গান আজও একমনে মন্ত্রমুগ্ধের মত শোনা যায় তিনিই চলে গেলেন। এর আগে একাধিক শিল্পীকে হারিয়েছি আমরা। তবে ৯২ বছরের বর্ষীয়ান শিল্পীকে হারিয়ে শেষ সন্ধ্যা প্রদীপটাও নিভে গেল।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এ শুধু গানের দিন, এই পথ যদি না শেষ হয়, তুমি না হয় রহিতে কাছে এর মত অজস্র গান আজও প্রতিটা বাঙালির খুব প্রিয়। তাই গীতশ্রীর প্রয়াণে শোকাহত বাঙালি তথা সংগীত অনুরাগীরা। শেষ বয়স পর্যন্ত তাঁর কণ্ঠে সুরের জাদু শোনা যেত। সম্প্রতি বেশ কিছুদিন আগে তাঁরই গাওয়া একটি গানের ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে গান গাইতে দেখা যাচ্ছে গয়িকাকে।

   

সন্ধ্যা মুখোপাধ্যায়,ঘুম ঘুম চাদ ঝিকিমিকি তারা,Ghum Ghum Chand Jhikimiki Tara,Sandhya Mukherjee,Sandhya Mukherjee Singing Video,Sandhya Mukherjee Singing Ghum Ghum Chad Song,Sandhya Mukherjee Singing viral video

ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক শিল্পীদের মাঝে বসে আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর পাশেই রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাইক হাতে ‘ঘুম ঘুম চাঁদ,ঝিকিমিকি তারা, এই মাধবী রাত, আসেনি তো কভু আর, জীবনে আমার’ গান গেয়ে শুনিয়েছেন তিনি। গান শুনে উপস্থিত অতিথিদের করতালিতে ভরে গিয়েছে চারিদিক।

সন্ধ্যা মুখোপাধ্যায়,ঘুম ঘুম চাদ ঝিকিমিকি তারা,Ghum Ghum Chand Jhikimiki Tara,Sandhya Mukherjee,Sandhya Mukherjee Singing Video,Sandhya Mukherjee Singing Ghum Ghum Chad Song,Sandhya Mukherjee Singing viral video

আরও পড়ুনঃ গীতশ্রীর প্রয়াণে শোকাহত, ‘দিন বোধহয় ঘনিয়ে এল, আমরাও চলে যাব’ মন্তব্য সাবিত্রী চট্টোপাধ্যাযয়ের

সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানের ভিডিওটি শেয়ার করেছিলেন আরেক সংগীতজ্ঞ সৌমিত্র রায়। বর্তমানে বাংলা সিনেমার গান বা আধুনিক গানের জগতে তিনি বেশ পারদর্শী। তানপুরা নিয়ে সৌমিত্র রায়ের রাগ সংগীত সত্যিই মনমুগ্ধকর। আর তাঁর শেয়ার করা সেই পুরোনো ভিডিওই আজ নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘সেই সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই মাধবী রাত, শুনলে গায়ে কাটা দেবে। আমি সত্যিই ভাগ্যবান যে এমন একটা মুহূর্ত আমার ফোনে বন্দি করতে পেরেছিলাম।’

প্রসঙ্গত, ১৯৩১ সালের ৪থা অক্টবর কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে জন্ম হয় সন্ধ্যা দেবীর। ৬ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন মধুমালতীর গায়িকা। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী। গতকাল অর্থাৎ বুধবার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়ে সম্পন্ন হয় তার শেষকৃত্য।