• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Indian Idol-এর মঞ্চে বাজল বিষাদের সুর! ছিটকে গেলেন বাংলার ‘অপেরা গার্ল’ সঞ্চারী সেনগুপ্ত 

Published on:

Sanchari Sengupta elimination from Indian Idol

ভারতীয় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল (Indian Idol)চলতি বছরে দেখতে দেখতে ১৩ তম সিজনে পৌঁছে গিয়েছে জনপ্রিয় এই গানের রিয়েলিটি শো তবে চলতি বছরে ইন্ডিয়ান আইজলের মঞ্চে বাঙালির জয়জয়কার বাংলার চলতি বছরে ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় সব প্রতিযোগীদের মধ্যে অন্যতম ছিলেন বাংলার মেয়ে সঞ্চারী সেনগুপ্ত (Sanchari Sengupta), ইতিপূর্বে তিনি স্টার জলসার জনপ্রিয় গানের রিয়েলিটি সো সুপার সিঙ্গার ন জয় করেছেন গোটা বাংলার

প্রসঙ্গত ইতিপূর্বেই অডিশন রাউন্ডে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সঞ্চারীর গলায় অপেরা শুনে একেবারে হাঁ হয়ে গিয়েছিলেন বিচারকের আসনে উপস্থিত বিশাল দাদলানি, নেহা কাক্কর, থেকে হিমেশ রেশমিয়া সকলে।  তবে সেই সঞ্চারি এবার ছিটকে গেলেন ইন্ডিয়ান আইডলের ট্রফি জেতার দৌড় থেকে। প্রসঙ্গত গত  সপ্তাহের শেষের রবিবার আশিকি সিনেমার ৩২ বছর পূর্ণ হওয়ায় ইন্ডিয়ান আইডলের মঞ্চে  আয়োজন করা হয়েছিল এটি বিশেষ পর্বের।

Sanchari Sengupta elimination from Indian Idol

সেখানেই আশিকি টিম থেকে এই গানের অনুষ্ঠানের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাহুল রায়,দীপক তিজোরি এবং কুমার শানুর মতো সংগীত বিশেষজ্ঞরা। সেখানেই এদিন বলিউডের অন্যতম সেরা মিউজিক্যাল হিট সিনেমার বিভিন্ন গান শোনাতে দেখা যায় প্রতিযোগীদের। কিন্তু সেই হাসি মজার মধ্যেই হঠাৎ করে বাজে বিষাদের সুর।

বাংলার ছেলে প্রীতম রায়ের পর সেদিনিই ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে ছিটকে গেলেন প্রতিযোগী সঞ্চারী সেনগুপ্ত।তবে এদিন প্রিয় গায়িকা সঞ্চারীর এলিমিনেশনের খবরে হতাশ হয়ে পড়েছেন তার অনুরাগীরা।  এতদিন একের পর এক দুর্দান্ত গান গেয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন এই বঙ্গ তনয়া। তাই কেউই আশা করেনি এত তাড়াতাড়ি তিনি বিদায় জানাবেন ইন্ডিয়ানআইডলের মঞ্চকে।

সঞ্চারী বাদ পড়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হা-হুতাশ করছেন তার ভক্তরা। এমনই একজন সঞ্চারী ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘এমনটা মোটেও হওয়া উচিত ছিল, যা হয়েছে অন্যায় হয়েছে’।  তবে বাংলার মানুষদের জন্য আশার খবর এই যে ইন্ডিয়ান হ্যান্ডেলের ট্রফি জেতার মঞ্চে কিন্তু এখনো টিকে রয়েছেন বাংলার অনুষ্কা, বিদিপ্তা,সেঁজুতি, দেবস্মিতার মত বাঙালি গায়িকারা

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥