• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সখ করে নয়, বাধ্য হয়েই ছেড়েছেন গাঁটছড়া! বেঙ্গল টপার সিরিয়াল নিয়ে বিস্ফোরক সঞ্চারী

Published on:

বেঙ্গল টপার,Bengal Toper,গাঁটছড়া,Gantchora,সঞ্চারী মন্ডল,Sanchari Mondal,Kiara,কিয়ারা

রোজকার জীবনে বাঙালির বিনোদনের অন্যতম রসদ সিরিয়ালের। আর ইদানীং তো সপ্তাহজুড়ে চলতে একের পর এক বাংলা সিরিয়ালের দাপট। আর এই মুহুর্তে বেঙ্গল পারে মুকুট জিতে দর্শকদের জন্য টানটান বিনোদনের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে স্টার জলসার বেঙ্গল টপার (Bengal Toper) সিরিয়াল গাঁটছড়া( Gantchora)।

তাই দর্শকদের মনোরঞ্জন করতে সপ্তাহ জুড়েই কিন্তু বাংলার প্রথম সারির বিনোদন মূলক চ্যানেল গুলোর মধ্যে চলতে থাকে জোর টক্কর। আর সব সিরিয়ালেই আজকাল একাধিক চরিত্র, একাধিক মুখ। তাই সিরিয়াল মানেই এখন নতুন পুরনো অসংখ্য মুখের মেলা। সব সিরিয়ালের মতো এই সিরিয়ালেও নায়ক নায়িকা ছাড়াও রয়েছে একাধিক জনপ্রিয় চরিত্র।

বেঙ্গল টপার,Bengal Toper,গাঁটছড়া,Gantchora,সঞ্চারী মন্ডল,Sanchari Mondal,Kiara,কিয়ারা

গাঁটছড়া সিরিয়ালের অন্যতম প্রধান খলনায়ক হল রাহুল। তার বোন কিয়ারা চরিত্র টিও সিরিয়ালের গুরুত্বপূর্ণ অংশ। তবে বিগত বেশ কিছুদিন ধরেই সিরিয়ালে দেখা যাচ্ছে না রাহুলের বোন কিয়ারাকে। শুরুর দিকে এই কিয়ারা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল (Sanchari Mondal)। যাকে ইতিপূর্বে আমরা আরও অন্যান্য সিরিয়ালে দেখেছি।

কিন্তু বিগত বেশ কিছুদিন হয়ে গেল এই সিরিয়াল থেকে গায়েব হয়ে গিয়েছে চরিত্রটি। যার কারণ হিসাবে প্রথম দিকে জানা যাচ্ছিল ব্যক্তিগত কারণে সিরিয়াল থেকে বেশ কিছুদিনের ব্রেক নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। তবে সেসব যে শুধুমাত্র রটনা ছিল সম্প্রতি তা স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী নিজেই। কারও বিরুদ্ধে স্পষ্ট করে কোনো অভিযোগ না তুললেও অভিনেত্রীর কথা থেকে এটুকু স্পষ্ট শখ করে নয় বরং বিশেষ কারণে তিনি বাধ্য হয়েছেন গাঁটছড়া থেকে সরে দাঁড়াতে।

বেঙ্গল টপার,Bengal Toper,গাঁটছড়া,Gantchora,সঞ্চারী মন্ডল,Sanchari Mondal,Kiara,কিয়ারা

২৩শে ফেব্রুয়ারি ‘গাঁটছড়া’র শেষ শ্যুটিং করেছেন অভিনেত্রী। ওই দিনই নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন গাঁটছড়া ছেড়ে পাকাপাকি ভাবে বেরিয়ে আসবেন। এপ্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্চারী বলেছেন, ‘আমি কিন্তু বাধ্য হয়ে গাঁটছড়া থেকে সরে দাঁড়িয়েছি।’ সঞ্চার কথায় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন মানুষ! তাই কিছু কিছু জিনিস বা সত্ত্বা থাকে যেটাকে আঘাত দিয়ে বা কোনও কিছুকে মেনে নিয়ে টিকে থাকাটা দুষ্কর। তাই সঞ্চারীর কথায় ‘যারা পারে তারা সত্যি ট্যালেন্টেড, আমার মধ্যে ওই ট্যালেন্ট নেই ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥