• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গাঁটছড়া’র প্রযোজকদের সাথে মনোমালিন্য, ৫ মাসের বিরতি সব পিছনে ফেলে কামব্যাক করছেন সঞ্চারী  

বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত একজন মুখ হলেন টেলি অভিনেত্রী সঞ্চারী মন্ডল (Sanchari Mondal)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gantchora)-য় খলনায়িকা (Villain) কিয়ারার চরিত্রে বেশ কিছুদিন অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। যদিও মাঝপথেই এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। আর এখন সিরিয়ালে তার চরিত্রে দেখা যাচ্ছে অন্য একজন অভিনেত্রীকে।

চলতি বছরের মার্চ মাস নাগাদ জানা যায়, গাঁটছড়া ছেড়ে বেরিয়ে এসেছেন সঞ্চারী। কারণ হিসেবে উঠে আসে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার সাথে মনোমালিন্যের কারণে ধারাবাহিক থেকে সরে এসেছেন অভিনেত্রী। তারপর কেটে গিয়েছে ৫ মাস টিভির পর্দায় দেখা নেই অভিনেত্রীর। সেই থেকেই অনুরাগীরা তাকে আরও  একবার টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন।

   

সঞ্চারী মন্ডল,Sanchari Mondal,গাঁটছড়া,Gantchora,খলনায়িকা,Villain,Comeback,কামব্যাক

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে। আবারও ছোট পর্দায় খলনায়িকা হয়ে কামব্যাক (Comeback) করেছেন সঞ্চারী। তবে এবার জি বাংলা কিংবা স্টার জলসা নয় অভিনেত্রী ফিরেছেন কালার্স বাংলার  ধারাবাহিক ‘ক্যানিংয়ের মিনু’-তে। এই ধারাবাহিকেও নেগেটিভ রোল করছেন সঞ্চারী। অভিনেত্রীর এই সিদ্ধান্তে খুশি হয়েছেন তার অসংখ্য অনুরাগী।

সঞ্চারী মন্ডল,Sanchari Mondal,গাঁটছড়া,Gantchora,খলনায়িকা,Villain,Comeback,কামব্যাক

প্রসঙ্গত সঞ্চারী গাঁটছড়া ছাড়ার পর প্রথম দিকে জানা যাচ্ছিল ব্যক্তিগত কারণে সিরিয়াল থেকে বেশ কিছুদিনের ব্রেক নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। তবে সেসব যে শুধুমাত্র রটনা ছিল। পরবর্তীতে অভিনেত্রী স্পষ্ট করে কোনো অভিযোগ না তুললেও তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন শখ করে নয় বরং বিশেষ কারণে তিনি বাধ্য হয়েছিলেন গাঁটছড়া থেকে সরে দাঁড়াতে।

সঞ্চারী মন্ডল,Sanchari Mondal,গাঁটছড়া,Gantchora,খলনায়িকা,Villain,Comeback,কামব্যাক

এক সাক্ষাৎকারে সঞ্চারী জানিয়েছিলেন, ‘আমি কিন্তু বাধ্য হয়ে গাঁটছড়া থেকে সরে দাঁড়িয়েছি।’ সঞ্চারীর  কথায় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন মানুষ! তাই কিছু কিছু জিনিস বা সত্ত্বা থাকে যেটাকে আঘাত দিয়ে বা কোনও কিছুকে মেনে নিয়ে টিকে থাকাটা দুষ্কর। তাই সঞ্চারীর কথায় ‘যারা পারে তারা সত্যি ট্যালেন্টেড, আমার মধ্যে ওই ট্যালেন্ট নেই ’।