• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাম ১০,০০০ টাকাও নয়! ৫০ মেগাপিক্সেল ক্যামেরার দমদার স্মার্টফোন লঞ্চ করে চমকে দিল Samsung

আজকাল বাচ্চা থেকে বুড়ো সকলের হাতেই স্মার্টফোন দেখতে পাওয়া যায়। কিন্তু সময়ের সাথে মানিয়ে চলতে গেলে কিছু বছর পরেই ফোন পাল্টাতে হবে। নাহলে পিছিয়ে পড়তে হবে। আর যারা কম বাজেটে একটা ভালো স্মার্টফোনে আপগ্রেড করতে চাইছেন তাদের জন্য ধামাকা ফোন লঞ্চ করে দিল Samsung। ১০ হাজার টাকার নিচে যেখান মোটামুটি রেঞ্জের ফোন পাওয়া যায়। সেখানে নতুন এই ফোনের ফিচার মাথা ঘুরিয়ে দিচ্ছে।

স্মার্টফোনের বাজারে একাধিক কোম্পানি রয়েছে যারা নিত্য নতুন ফোন লঞ্চ করে চলেছে। তবে এবার সবাইকে টেক্কা দিয়ে বাজার কাঁপাতে হাজির হল Samsung Galaxy A05। যাঁর দাম ১০ হাজারের নিচে হলেও ফিচার্স থেকে পারফরমেন্সে কোনো কমতি থাকবে না। তাই আপনি যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, জেনে নিন নতুন এই ফোনের বৈশিষ্ট্যগুলি।

   

Samsung Galaxy A05 under rs 10000 with 50 megapixel camera

Samsung Galaxy A05 এর বেসিক ভার্সনটিতে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ থাকবে। তবে চাইলে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর ভার্সনটিও নিতেই পারেন। সেক্ষেত্রে দাম কিছুটা বেড়ে যাবে। যেমনটা জানা যাচ্ছে মোট তিনটি কালারে পাওয়া যাবে Galaxy A05। একটি সিলভার, আরেকটি ব্ল্যাক ও শেষ বা তৃতীয় কালার হল লাইট গ্রিন। এখানেই শেষ নয় ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এর ক্যামেরা। যেটা নিঃসন্দেহে দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে।

৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও ২ মেগা পিক্সেলের ডেপ্থ ক্যামেরা ও সামনে মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে। দমদার পার্ফর্মেসের জন্য Samsung Galaxy A05 এ থাকছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এছাড়াও ফোনটিতে ফেস আনলক থাকবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকছে না। ৪ জিবি র‍্যাম এর ক্ষেত্রে দাম হবে মাত্র ৯,৯৯৯ টাকা আর ৬ জিবি র‍্যাম এর ক্ষেত্রে দাম পড়বে ১২,৯৯৯ টাকা।

site