• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন বাচ্চা নষ্ট করেও কলার তুলে ঘুরছেন! গর্ভপাত প্রসঙ্গে সাফাই গাইলেন সম্রাট – ময়না

Tollywood,Television Series,Star Jalsa,Dream House,Samrat Mukherjee,ismart jodi,Reality Show,Moyna Mukherjee,serial,bengali serial,টলিউড,স্টার জলসা,টেলিভিশন,ময়না মুখোপাধ্যায়,সম্রাট মুখোপাধ্যায়,স্মার্ট জোড়ি

টলিপাড়ার রীতিমতো জনপ্রিয় মুখ ময়না মুখোপাধ্যায় (Mayna Mukherjee) এবং সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee)। প্রায় দুই দশক হতে চলল তারা সুখে সংসার করছেন ৷ তাদের রয়েছে দুই যমজ সন্তানও, তাই বলাই বাহুল্য এই মুহুর্তে এক্কেবারে ভরা সাজানো সুখী পরিবার তাদের৷ একসময় বেশ চুটিয়ে কাজ করেছেন এই জুটি। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর গাঁটছড়া বাঁধেন এই জুটি। ময়না মুখোপাধ্যায়ের ওড়িয়া গান ‘নোয়া নোয়া’ একসময় চূড়ান্ত জনপ্রিয় হয়েছিল।

সম্প্রতি জিতের জনপ্রিয় শো ইসমার্ট জোড়িতে উপস্থিত হয়েছিলেন তারা। এখানে এসেই নিজেদের ব্যক্তিগত জীবনের কিছু কথা সকলের সাথে শেয়ার করেন দম্পতি, আর তারপর থেকেই তাদের নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়। স্টার জলসায় সদ্য শুরু হওয়া এই রিয়েলিটি শো’তে বাস্তবের কাপলদের তুলে এনে তাদের মনের কথা জানা হয়। স্টার প্লাসের একটি রিয়েলিটি শো- এর অনুকরণেই সম্প্রতি এই শো শুরু হয়েছে।

Tollywood,Television Series,Star Jalsa,Dream House,Samrat Mukherjee,ismart jodi,Reality Show,Moyna Mukherjee,serial,bengali serial,টলিউড,স্টার জলসা,টেলিভিশন,ময়না মুখোপাধ্যায়,সম্রাট মুখোপাধ্যায়,স্মার্ট জোড়ি

যাইহোক, দিন কয়েক আগেই সম্রাট ময়নার পর্বটির একটি ক্লিপিংস তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় জানান যে, ‘জীবনটা বাইরে থেকে বোঝা দুষ্কর। বাইরে সবাইকেই বেশ সুখী লাগে, কিন্তু ভেতরে সকলেই বেশ দুঃখী। স্ত্রী ময়নাকে একসময় তিন বার সন্তান নষ্ট করতে হয়েছে। সে সময় সন্তান নষ্ট না করে কোনও উপায়ও ছিল না। কারণ সন্তান মানুষ করার মত না ছিল অর্থ আর না ছিল সম্বল। তাই উপায়হীন হয়েই এক প্রকার গর্ভের তিন তিনটি সন্তানকে নষ্ট করতে হয়েছিল’।

Tollywood,Television Series,Star Jalsa,Dream House,Samrat Mukherjee,ismart jodi,Reality Show,Moyna Mukherjee,serial,bengali serial,টলিউড,স্টার জলসা,টেলিভিশন,ময়না মুখোপাধ্যায়,সম্রাট মুখোপাধ্যায়,স্মার্ট জোড়ি

আর এই কথা দর্শকদের কানে যাওয়া মাত্রই তারকা দম্পতিকে অন্য চোখে দেখতে শুরু করেছেন নেটিজেনরা। তাদের নিয়ে কোনোও ভিডিও চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হলেই শুরু হচ্ছে নিন্দের ঝড়। যার জেরে বেশ বেগ পেতে হচ্ছে স্টার জলসাকেও। এদিন এই ব্যাপার নিয়ে খোলাখুলিই আলোচনা চলল ‘ইস্মার্ট জোড়ির’ মঞ্চে৷

রীতিমতো তাদের কাঠগড়ায় তুলে শো-এর সঞ্চালক জিৎ পড়ে শোনালেন নেটিজেনদের একাধিক বক্তব্য। যেখানে তাদের সরাসরি অভিযুক্ত করা হয়েছে এই বলে যে, নিজেদের ফূর্তি করার জন্য একাধিক প্রাণ নষ্ট করেছেন তারা, বা ফ্যামিলি প্ল্যানিং ছাড়াই বাচ্চা নেওয়ার অভিযোগ এমন নানানিধ কথা। এই প্রসঙ্গে, সম্রাটের উত্তর টাকা থাকলে সব হয়, কিন্তু জিত এর উত্তরে বলেন আমি বিশ্বাস করিনা টাকা থাকলেই সব হয়। আসলে ২০০২ সালে যেই সময় তারা বিয়ে করেছিলেন তখন দুজনেরই চলছে কেরিয়ার নিয়ে স্ট্রাগল, যার জেরে সন্তান পালনের ক্ষমতা তাদের ছিলনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥