বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল (Sampurna Mondal)। ’করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyi Rani Rashmoni) ধারাবাহিকের অভিনয় করেই হয়ে উঠেছিলেন বাংলার দর্শকদের ঘরের মেয়ে। খুবই অল্প বয়স থেকেই অভিনয়ের হাতে খড়ি হয়েছে সম্পূর্ণার। জানলে হয়তো অনেকেই অবাক হবেন এই অভিনেত্রী বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্রী। খুব অল্প বয়স থেকেই ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।
জানা যায় আজ থেকে ৮ বছর আগে ২০১৪ সালে কালার্স বাংলার ‘মা দুর্গা’ (Maa Durga)-র ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পথচলা শুরু হয়েছিল সম্পূর্ণার। প্রথম ধারাবাহিকে অভিনয়ের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। কয়েকটি ধারাবাহিকে অভিনয়ের। তবে প্রথম ধারাবাহিকে অভিনয়ের সময় থেকে আজ পর্যন্ত অভিনয়ের জন্য কখনো পড়াশোনা বন্ধ করেননি সম্পূর্ণা। সমান তালে চালিয়ে গিয়েছিলেন পড়াশোনাটাও।
পরবর্তীতে সুযোগ পেয়েছিলেন জী বাংলার ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni)-র মতো সিরিয়ালে অভিনয়ের। এই সিরিয়ালে পরমা অর্থ্যাৎ ইন্দ্রানী হালদারের দেওর তথা অম্বরীশ ভট্টাচার্যের (Ambarish Bhattacharya) মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সম্পূর্ণা মন্ডলটিভির পর্দায় গোয়েন্দা গিন্নি শেষ হয়েছে আজ প্রায় ৬ বছর হতে চলল। আর মাঝের এই কয়েক বছরে বদলে গিয়েছে অনেক কিছুই।
কিন্তু মজার বিষয় হল সিরিয়ালের সেই অনস্ক্রিন বাবা-মেয়ে জুটির বদল হয়নি এখনও। এই মুহূর্তে পর্দার সেই বাবা মেয়ের জুটিকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধূলোকণা’ (Dhulokona)-তে। এই ধারাবাহিকেও তিতির অভিনেত্রী সম্পূর্ণার বাবার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অম্বরীষ ভট্টাচার্য কে। গতকাল পর্দার এই বাবার সাথে দুটি ছবি শেয়ার করেছিলেন সম্পূর্ণা।
যার মধ্যে একটি প্রায় ৬ বছর আগে গোয়েন্দা গিন্নি সিরিয়ালের লুকে তোলা, আর একটি বর্তমানে ধূলোকনা সিরিয়ালের সেট থেকে তোলা। এই দুটি ছবি পাশাপাশি রেখে কোলাজ বানিয়ে শেয়ার করে পর্দার তিতির ক্যাপশনে লিখেছেন ‘তখন এবং এখন, বাবা (Father) -মেয়ে’ (Daughter)। হ্যাশট্যাগ ‘গোয়েন্দা গিন্নি’ এবং ‘ধূলোকণা’। অভিনেত্রীর এই পোস্ট দেখে নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনদের একাংশ। সেইসাথে পর্দার এই বাবা মেয়ে জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।