• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই ‘বাংলা মিডিয়াম’ ছেড়ে দিলেন অভিনেত্রী, খবর পেতেই মন খারাপ ভক্তদের

Published on:

Sampurna Lahiri took a break from Bangla Medium for some days

বাংলার সিরিয়ালপ্রেমী (Bengali Serial) মানুষদের অত্যন্ত পছন্দের একটি ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা অভিনীত এই ধারাবাহিক আর পাঁচটি সিরিয়ালের থেকে আলাদা প্লট নিয়ে শুরু হয়েছিল। বাংলা সিরিয়ালের গতানুগতিক পরকীয়া অথবা কূটকচালি নয়, বরং বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বই ছিল এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু।

সিরিয়ালের নায়িকা ইন্দিরা (Indira) গ্রামের একটি বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছে। নিজের শিক্ষার জোরে সে একদিন শহরের সবচেয়ে বড় ইংরেজি মিডিয়াম স্কুলে চাকরি পায়। এই নিয়েই শুরু হয়েছিল সিরিয়ালের গল্প। যদিও সময়ের সঙ্গে সিরিয়ালের গল্প এখন অন্যদিকে মোড় নিয়েছে। বাংলা মিডিয়াম-ইংরেজি মিডিয়াম ছেড়ে এখন সেই শাশুড়ি-বৌমার কূটকচালিতেই এসে আটকেছে সিরিয়াল।

Bangla Medium, Bangla Medium Indira

‘বাংলা মিডিয়াম’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই ইন্দিরা সঙ্গে বিক্রমের বিয়ে হয়ে গিয়েছে। তবে বিয়ের পর থেকে একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে ইন্দিরা। তবে সে’ও হার মানতে নারাজ। দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে সে।

স্টার জলসার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে নীল এবং তিয়াশা অভিনয় করলেও ধারাবাহিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীকে (Sampurna Lahiri)। সিরিয়ালের নায়ক বিক্রম ওরফে ভিকির দিদি সুহানার (Suhana) চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই দেখানো হয়েছে, সুহানা এবং তাঁর প্রেমিকের বিয়ে দিয়েছে ইন্দিরা।

Bangla Medium, Bangla Medium Suhana, Sampurna Lahiri

তবে বিয়ের পরই সিরিয়াল থেকে একপ্রকার গায়েব হয়ে গিয়েছে সুহানা। গত কয়েকদিন ধরে ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে। এসবের মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে, সম্পূর্ণা নাকি সিরিয়াল ছেড়ে দিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ‘বাংলা মিডিয়াম’ দর্শকদের বেশ মন খারাপ হয়ে গিয়েছে।

সুহানা চরিত্রটি ইতিবাচক কিংবা নেতিবাচক কোনোটাই নয়। বরং ধূসর ধরণের এক চরিত্র এটি। সাম্প্রতিক কয়েকটি পর্বে যেমন সুহানার ভালো দিক ফুটে উঠছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দিরার সঙ্গেও তাঁর কোনও ঝগড়া কিংবা অশান্তি নেই। কিন্তু তাহলে হঠাৎ কি হল যে সিরিয়াল ছেড়ে দিলেন সম্পূর্ণা? তাহলে জানিয়ে রাখি, চিন্তার কিছু নেই। সম্পূর্ণা চিরকালের মতো সিরিয়াল ছেড়ে দেননি। বরং কিছুদিনের বিরতি নিয়েছেন। বিরতি কাটিয়ে শীঘ্রই ফের শ্যুটিং শুরু করে দেবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥