বাচ্চা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! বাচ্চা সকলেরই পছন্দ, ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটালে মন ভালো হয়ে যায়। বিশেষত বাচ্চাদের দুস্টু মিষ্টি কীর্তিকলাপ দেখলে মন ভোরে ওঠে। আজকালকার বাচ্চারা ছোট থেকেই স্মার্ট। খুব ছোট বেলা থেকেই সমস্ত দিকে বেশ পারদর্শী হয়ে ওঠে। আগেকার মত ছোটবেলায় শুধু খেলাধুলা নয়, তার সাথে পড়াশোনা, এমনকি নাচ গান আবৃত্তি কত কি শিখতে শুরু করে বাচ্চারা। আর তাদের এই প্রতিভার ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে পরে মাঝে মধ্যেই।
আজকের ডিজিটাল যুগে পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ সবই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আর ইন্টারনেটে সকলেই কমবেশি কিছু সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেন। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে। যার মধ্যে নানা ধরণের ভিডিও দেখা যায়। আর এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে থাকে খুদে প্রতিভাশীলদের প্রতিভার ভিডিও। মাঝে মাঝে ছোট্ট শিশুকে দুর্দান্ত গান গাইতে, তো কখনো আবার কোমর দুলিয়ে দারুন নাচতে দেখা যায় এই ভাইরাল ভিডিওগুলিতে।