সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মাদক যোগের প্রসঙ্গ। আর বলিপাড়ার মাদকাসক্তদের ত্রাস হয়ে উঠেছিলেন প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। প্রমোদ তরীতে চলা পার্টি থেকে নাটকীয় কায়দায় বলিউডকিং শাহরুখের (Shah Rukh Khan) ছেলে আরিয়ানকে (Aryan Khan) গ্রেফতার করে রীতিমত শিরোনামে ছিলেন তিনি।
দীর্ঘ ১০ বছরে অসংখ্য সেলিব্রিটিদেরই জেলের ঘানি টানিয়ে ছেড়েছেন তিনি। শুধু শাহরুখ পুত্র কেন, স্বয়ং শাহরুখ কেও ছেড়ে কথা বলেননি সমীর। তার চোখ এড়িয়ে পার পাননি বলিউডের তাবড়-তাবড় রাঘব বোয়ালেরাও। শাহরুখ খান, রিয়া চক্রবর্তী, অনুরাগ কাশ্যপ, রণবীর কাপুর, অনুষ্কা শর্মার মতো তারকাদেরও কোনো না কোনোওসময় ওয়াংখেড়ের মুখোমুখি হতেই হয়েছে। তবে এবার তার খেলা সাঙ্গ হতে চলেছে।
হঠাৎই প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়েকে বদলি করা হয় সুদূর চেন্নাইতে। প্রসঙ্গত জানিয়ে রাখি, সমস্ত নিন্দুকের মুখে ছাই দিয়ে অবশেষে শেষ হাসি হেসেছেন শাহরুখ খান। অসংখ্য ঝড় ঝাপটার পর এদিন NCB বেকসুর ঘোষনা করেছে শাহরুখ পুত্রকে। NCB এর তরফে শাহরুখ পুত্র আরিয়ানকে ক্লিনচিট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তিনি নিদোর্ষ।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তদন্ত নিয়ে নানান রকমের প্রশ্ন উঠছে। এই মামলায় আরিয়ান সহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছিলেন সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন NCB-র দল। প্রধান অভিযুক্তদের তালিকায় ছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা। আরিয়ান জড়িয়ে পড়ায় একেরপর এক প্রশ্ন উঠেছিল মাদক মামলায়। প্রশ্ন উঠেছিল, শাহরুখের ছেলের কাছে ড্রাগস না-থাকা সত্ত্বেও কেন তিনি গ্রেফতার হলেন । সম্প্রতি প্রমাণিত হয়ে গিয়েছে আরিয়ান কোনোওভাবেই দোষী নন, কেননা তিনি কেবল গাঁজা সেবন করতেন তার কাছ থেকে কোনোও মাদকযাত দ্রব্য উদ্ধার হয়নি।
এর পরেই সমীর ওয়াংখেড়ের দিকে আঙুল ওঠে তবে কি তিনি শাহরুখ পুত্রকে ইচ্ছে করেই হেনস্থা করে চলেছিলেন? খবরে এসেছিল, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এদিন, অর্থ মন্ত্রকের অধীনে থাকা রাজস্ব বিভাগ এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস তার বদলির ঘোষণা করেছে।