বিনোদনভিডিওসিনেমা

৩ কোটির গয়না, ৩০ কেজির শাড়ি! ‘শকুন্তলম’ ছবির জন্য চোখ ধাঁধানো লুকে হাজির সামান্থা

গত বছরের শেষে বিরল রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন সাউথের ‘আন্তাভা গার্ল’ সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। তবে সম্প্রতি একেবারে নতুন একটি বিষয়কে কেন্দ্র করেই শিরোনামে এসেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে সামান্থা অসুস্থ শরীরেই তাঁর আসন্ন দক্ষিণী সিনেমা ‘শকুন্তলম’ (Shakuntalam) এর জন্য ৩০ কেজি ওজনের একটি  শাড়ি (30 Kg Saree) পরেছিলেন। সেইসাথে গয়না পরেছিলেন ৩ কোটি টাকার।

সদ্য মুক্তি পেয়েছে সাউথের জনপ্রিয় পরিচালক গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’-এর ট্রেলর। বিখ্যাত কবি কালিদাসের লেখা কালজয়ী নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি এই সিনেমায় শকুন্তলার চরিত্রে  অভিনয় করছেন সামান্থা। আর তাঁর বিপরীতে রাজা দুষ্মন্তের চরিত্রে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেতা দেব মোহনকে।

সামান্থা রুথ প্রভু,Samantha Ruth Prabhu,দক্ষিণ ভারতীয় সিনেমা,South Indian Film,শকুন্তলম,Shakuntalam,৩০ কেজি শাড়ি,30 Kg Saree,নতুন লুক,New Look,ট্রেলার,Trailer

টোন ট্রেলর মুক্তির পর থেকেই  ভারী শাড়ি, গয়নায় শকুন্তলার সাজে সামান্থার নতুন লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে রুপোলি পর্দায় শকুন্তলা সাজা সহজ ছিল না একেবারেই। এই লুকের জন্য রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে সামান্থাকে। কিন্তু তা কিভাবে? জানা গিয়েছে বড়পর্দার শকুন্তলা হয়ে উঠতে অভিনেত্রী পড়েছিলেন ৩০ কেজি ওজনের র শাড়ি। শুধু তাই নয় এই ভারী শাড়ি পরেই শুটিং করেছিলেন টানা এক সপ্তাহ।

আর বিষয়টি শোনার পর থেকেই রীতিমতো উচ্ছাসিত সামান্থা ভক্তরা। সকলেই দুহাত ভরে প্রশংসা করছেন অভিনেত্রীর। এককথায় সকলেই মুগ্ধ দক্ষিণী সুন্দরীর মোহময়ী রূপ দেখে। সিনেমাটিতে অনান্য একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী। এছাড়া দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী আরহারকে।
সামান্থা রুথ প্রভু,Samantha Ruth Prabhu,দক্ষিণ ভারতীয় সিনেমা,South Indian Film,শকুন্তলম,Shakuntalam,৩০ কেজি শাড়ি,30 Kg Saree,নতুন লুক,New Look,ট্রেলার,Trailer
অনেকেই হয়তো জানেন না এই খুদের আসল পরিচয়। প্রসঙ্গত আরহার হলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ন’বছরের মেয়ে। জানা যাচ্ছে এই সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি দেশজুড়ে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং  হিন্দি মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে একাধিক প্রেক্ষাগৃহে। এছাড়াও থাকবে ছবির থ্রিডি ভার্সন।

Back to top button