• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয়তা পেতেই বেড়েছে অহংকার! ভিড়ের মাঝেই ভক্তকে সপাটে চড় মেরে কটাক্ষের শিকার সামান্থা

Published on:

Samantha Ruth Prabhu,Samantha Ruth Prabhu slap,entertainment,সামান্থা রুথ প্রভু,দক্ষিণ ভারতীয় অভিনেত্রী,বিনোদন,South Actress,Oo Antawa actress

বিনোদন দুনিয়ার তারকাদের যে এত জনপ্রিয়তা তা কিন্তু শুধুমাত্র ভক্তদের জন্যই। আজ যদি ভক্তরা তাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে না থাকবে এত জনপ্রিয়তা। না হবে তাঁদের নিয়ে এত চর্চা। তবে বিনোদন ইন্ডাস্ট্রির বহু তারকাই ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করে চর্চার কেন্দ্রে চলে এসেছেন। সেই তালিকায় এবার নাম উঠল দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu)।

সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম নামী অভিনেত্রী হলেন সামান্থা। সম্প্রতি ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ এবং ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্থাভা’ গানে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। রাতারাতি বেড়ে গিয়েছে তাঁর ভক্ত সংখ্যা। তবে এই অভিনেত্রীই একবার প্রকাশ্যে নিজের এক অনুরাগীকে (Fan) থাপ্পড় (Slapped) মেরেছিলেন।

Samantha Ruth Prabhu

আসলে পছন্দের তারকাকে হাতের নাগালে পেলে অনেকেই বুঝতে পারেন না ঠিক কী করে উঠবেন। কেউ কেউ নিজের সীমাও অতিক্রম করে ফেলেন। আর তখনই বাধ্য হতে তারকাদেরও কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ঠিক এমনটাই হয়েছিল দক্ষিণী অভিনেত্রীর সঙ্গেও।

সকলের সামনে ভক্তকে সামান্থার চড় মারার বিষয়টি অনেকের নজর কেড়েছিল। কেউ কেউ অভিনেত্রীকে চরম কটাক্ষও করেছিলেন। মেজাজ হারানো নিয়ে বহু কথা শুনতে হচ্ছিল তাঁকে। তখন বাধ্য হয়ে সামান্থার জনসংযোগ দলের তরফ থেকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়।

Samantha Ruth Prabhu

একবার এক ভিড়ে ঠাসা শপিং মলে সামান্থার একটি ছবির প্রচারের কাজ চলছিল। দক্ষিণী সুন্দরীকে একবার চাক্ষুষ দেখবেন বলে তখন সেখানে জড়ো হয়ে গিয়েছে বহু মানুষ। এসবের মাঝেই অভিনেত্রীর দেহরক্ষীর চোখ এড়িয়ে একেবারে তাঁর সামনে গিয়ে হাজির হন এক অনুরাগী।

Samantha Ruth Pabhu angry

শুধু তাই নয়, ভিড়ে ঠাসা শপিং মলের মধ্যেই সামান্থাকে ভুল ভাবে স্পর্শও করতে যান তিনি। আর ব্যাস, তাতেই যে কোনও সাধারণ মানুষের মতোই মেজাজ হারান দক্ষিণী সুন্দরীও। সেই ভক্তের গালে সপাটে চড় মেরে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেন অভিনেত্রী। সেখানে উপস্থিত সকলের এই বিষয়টি দেখে বেশ চমকে উঠেছিলেন। কিন্তু সহ্যের সীমা অতিক্রম করায় বাধ্য হয়ে সেই পদক্ষেপ নেন সামান্থা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥