• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ মিনিটেই ৫ কোটি, নোরা ফাতেহির ব্যবসায় লালবাতি! বলিউডে এসেই রাজত্ব শুরু সামান্থার

Published on:

Samantha getting bollywoof movie offers beating nora fatehi

সম্প্রতি দক্ষিণী ছবি ‘পুষ্পা (Pushpa)’ এর দৌলতে অভিনেত্রী সামান্থা আক্কিনেনি (Samantha Akkineni) ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ছবিতে অভিনেত্রীর নাচের দৃশ্য মন কেড়েছে আমজনতার। আর এবার সেই জনপ্রিয়তাকে ভরসা করেই বলিউডে পা রাখছেন সামান্থা। শুরুতেই হাতে পেয়েগিয়েছেন তিন তিনটি ছবি। যেখানে বেশ মোটা টাকা পারিশ্রমিক  পাবেন তিনি। সামান্থার এই পাওয়ার এন্ট্রি অনেকের মতে চাপে ফেলতে পারে নোরা ফাতেহিকে (Nora Fatehi)!

বলিউডের অভিনেত্রী হিসাবে নোরা ফাতেহির জনপ্রিয়তা কিন্তু কোনো অংশেই কম নয়। মূলত আইটেম ডান্সের জন্য ব্যাপক জনপ্রিয় নোরা। কুসু কুসু, সাকি সাকি থেকে ডান্স মেরি রানী যে গানেই দেখা গিয়েছে তাতেই সুপারহিট নোরা। কিন্তু এবার সামান্থার দুর্দান্ত নাচের দৌলতে জব্বর টেক্কা পেতে চলেছেন নোরা। এমনটাই মনে করছে নেটিজেনদের একাংশ।

নোরা ফাতেহি,সামান্থা,সামান্থা আক্কিনেনি,বলিউড গসিপ,পুষ্পা,Nora Fatehi,Samantha Akkineni,Bollywood Gossip,Item Song Dance

দক্ষিণী সামান্থা দক্ষিণে জনপ্রিয় ছিলেনই তবে পুষ্পা ছবির আগে আরও একটি কারণে শিরোনামে দেখা গিয়েছে অভিনেত্রীকে। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের পুত্রবধূ ছিলেন সামান্থা। কিন্তু সেই বিয়ের সম্পর্ক এখন অতীত। বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে সামান্থা ও নাগা চৈতন্যর। আর এখন সিঙ্গেল হয়েই কাঁপিয়ে দিচ্ছেন অভিনেত্রী।

নোরা ফাতেহি,সামান্থা,সামান্থা আক্কিনেনি,বলিউড গসিপ,পুষ্পা,Nora Fatehi,Samantha Akkineni,Bollywood Gossip,Item Song Dance

পুষ্পা ছবিতে আইটেম গানে নাচের জন্যই ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সামান্থা। যদিও জানা  যায় প্রথমেই এই নাচের জন্য রাজি ছিলেন না অভিনেত্রী। ছবির নায়ক আল্লু অর্জুন নিজেই তাকে রাজি করেন এই নাচের জন্য। তবে এই ছবির জন্য সামান্থার যে  জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই বলিউডের থেকেও ছবির অফার পেয়ে গিয়েছেন সামান্থা। তবে ছবির নাম এই মুহূর্তে প্রকাশ্যে আসেনি। আগামীকাল সামান্থার ছবির নাম প্রকাশ্যে এলেই তা শেয়ার করা হবে বংট্রেন্ডের পেজে। তবে শুধুমাত্র সিনেমায় অভিনয় করেই থেমে থাকেননি অভিনেত্রী। বিখ্যাত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ তে অভিনয় করেছেন সামান্থা। নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিতও হয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥