• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার দিন শেষ! একগুচ্ছ চমক নিয়ে আসছে ভাইজান সলমনের নতুন সিনেমা ‘রাধে’

আগামী বছর আসতে চলেছে সলমন খানের আগামী ছায়াছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ভাইজানের স্বাভাবিক স্টাইলেই ২০২১-এর ঈদে মুক্তি পাবে এই সিনেমা। তবে সূত্রের খবর, রি সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে! তবে এই কানাঘুঁষোকে নস্যাৎ করে বলিউডের ছায়াছবি বাণিজ্য বিশেষজ্ঞ তরুণ আদর্শ ট্যুইট করেছেন, “এখনও পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে রাধে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।”

   

ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টি যে পুরোপুরি ধাপ্পা, তা জানিয়েছেন বলিপাড়ার একাংশ। সকলের চোখ এখন ২০২১-এর ঈদের দিকে। পরিচালক প্রভুদেবা এ বছরের লকডাউনের আগেই সিনেমাটি ছবিঘরে আনার চেষ্টা করলেও করোনার ডামাডোলে সব বানচাল হয়ে যায়। জানা গেছে, দিশা পাটানির সাথে পুনরায় জুটি বেঁধেছেন সলমন। এরপর ‘কিক ২’ ও ‘কভি ঈদ কভি দিওয়ালি’-এরও শ্যুটিং করছেন সলমন।

বলিউডের সূত্র অনুযায়ী, শ্যুটিং চলাকালীন সলমনের দুই সহকারীর করোনা ধরা পড়ে। এরপরেই পরিবারের সকলের করোনা পরীক্ষা করান সলমন এবং সকলেই করোনা নেগেটিভ বলে জানা যায়। বর্তমানে ‘বিগবস ১৪’-এর শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও সোশ্যাল মাধ্যমে রাধে-এর গুণগানেও সময় দিচ্ছেন ভাইজান।