• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যৌবনকালে বোল্ড ফিগারে কাঁপিয়েছেন বলিউড! সলমনের নায়িকা জারিনের এখনকার দশা দেখে হতবাক নেটিজেনরা

Published on:

Salman Khan,Zareen Khan,Bollywood,gossip,entertainment,সলমন খান,জারিন খান,বলিউড,গসিপ,বিনোদন,Zareen Khan new look,Zareen Khan latest look,Zareen Khan trolled,Salman Khan and Zareen Khan,জারিন খান ট্রোলড,জারিন খানের নতুন লুক,সলমন খান এবং জারিন খান,জারিন খান ট্রান্সফরমেশন,Zareen Khan transformation

বলিউড (Bollywood) অভিনেতা সলমন খান (Salman Khan) এমন একজন ব্যক্তিত্ব যিনি গত তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। স্বাভাবিকভাবেই তাঁর হাতে ধরে বি টাউনে পা রেখেছেন বহু অভিনেত্রী। তাঁদের মধ্যে অনেকেই এখনও চুটিয়ে কাজ করলেও, কেউ কেউ আবার ইন্ডাস্ট্রি থেকে একপ্রকার হারিয়ে গিয়েছেন। এমনই একজন অভিনেত্রী হলেন জারিন খান (Zareen Khan)।

সলমনের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন জারিন। ‘বীর’ ছবিতে ভাইজানের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তবে প্রায় ২ বছর হতে চলল জারিনকে পর্দায় দেখা যায়নি। এবার তাঁর ছবি ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। একসময় যিনি বোল্ড ফিগারে বলিউড কাঁপিয়েছেন, তাঁর এখনকার ‘দশা’ দেখে হতবাক প্রত্যেকে।

Salman Khan, Zareen Khan, Bollywood, gossip, entertainment, সলমন খান, জারিন খান, বলিউড, গসিপ, বিনোদন

জারিন যখন সলমনের হাত ধরে বলিউডে পা রাখেন তখন তাঁকে দেখে অনেকেই বলেছিলেন হবহু ক্যাটরিনা কাইফের মতো দেখতে তাঁকে। কেউ কেউ দাবি করেছিলেন, সদ্য ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ ভুলতে জারিনকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন ভাইজান। অনেকে আবার এও বলেন, ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর তাঁর মতোই দেখতে আর এক নায়িকাকে এনে সকলকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন ভাইজান।

জারিনকে বলিউডে আনার নেপথ্যে সত্যিই কোনও বিশেষ ‘কারণ’ ছিল কিনা তা জানা যায়নি। তবে তাঁর ডেবিউ ছবি বক্স অফিসে বেশ সফল হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। অল্প কয়েকদিনের মধ্যেই ফিকে হতে শুরু করেছিল তাঁর জাদু।

Salman Khan, Zareen Khan, Bollywood, gossip, entertainment, সলমন খান, জারিন খান, বলিউড, গসিপ, বিনোদন

ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেললেও জারিনের ঝুলিতে হিট ছবির সংখ্যা বেশ কম। গত ২ বছর ধরে পর্দায় দেখা নেই তাঁর। তবে সম্প্রতি বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। একসময় যে জারিন চাবুক ফিগারে বলিউড কাঁপাতেন, তাঁর ওজনই এখন বেশ অনেকটা বেড়ে গিয়েছে। নীল রঙের একটি ছোট পোশাকে অভিনেত্রীর ছবি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Salman Khan, Zareen Khan, Bollywood, gossip, entertainment, সলমন খান, জারিন খান, বলিউড, গসিপ, বিনোদন

কেউ কেউ আবার সলমনের একসময়কার নায়িকার এখনকার লুক দেখে কটাক্ষও করেছেন। জারিন ‘মোটা’ হয়ে যাওয়ায় কটু কথাও বলেছেন অনেকে। যদিও অভিনেত্রী এই বিষয়ে নিরুত্তাপ। নিন্দুকদের মন্তব্যকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥