• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সালমানকে চ্যালেঞ্জ অঙ্কুশের! ডুবতে বসা বলি ছবির ভিড়ে ঈদের বাজার ধরতে তৈরী বাংলা ছবি

Published on:

Salman Khan,Tiger 3,Ankush Hazra,Salman Khan Ankush Hazra,Mirza,Tiger 3 Mirza,Bollywood,Tollywood,entertainment,সলমন খান,অঙ্কুশ হাজরা,সলমন খান অঙ্কুশ হাজরা,টাইগার ৩ মির্জা,বলিউড,টলিউড,বিনোদন

মুখোমুখি লড়াইয়ে দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার। এখানে কথা হচ্ছে বলি তারকা সলমন খান (Salman Khan) এবং টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরার (Ankush Hazra)। কারণ এবার বক্স অফিসে একে অপরকে টেক্কা দিতে একই দিনে ছবি নিয়ে আসছেন এই দুই তারকা। যা শোনার পর থেকে আর তর সইতে পারছেন না দর্শকরা।

বলিউড সুপারস্টার সলমন খানকে কে না চেনেন। শুধুমাত্র দেশে নয়, বিদেশেও রয়েছে তাঁর কোটি কোটি অনুরাগী। অপরদিকে অঙ্কুশও বিনোদন দুনিয়ার বেশ জনপ্রিয় নাম। এক ডাকে টলিউড সুপারস্টারকে চেনেন বাংলার দর্শকরা।

Ankush Hazra

টলিউডের সেই সুপারস্টার এবার প্রযোজকের আসনে বসেছেন। ১৫ আগস্ট নিজের প্রযোজনা সংস্থা খোলার কথা ঘোষণা করেছেন অভিনেতা। সেই সঙ্গেই নিজের প্রযোজিত ছবির ফার্স্ট লুকও প্রকাশ্যে এনেছেন তিনি। অঙ্কুশের প্রযোজিত প্রথম সিনেমা হতে চলেছে ‘মির্জা’ (Mirza)।

Salman Khan

সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘আমরা বিশ্বে যে পরিবর্তন দেখতে চাই, নিজে সেই পরিবর্তন হয়ে ওঠো- কথাটা গান্ধীজির। শুনেছে সবাই। কিন্তু মেনেছি শুধু আমি, মির্জা’। অঙ্কুশ জানিয়েছেন, আগামী বছর ঈদে ছবিটি মুক্তি পাবে।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

অপরদিকে স্বাধীনতা দিবসের দিনেই সলমন জানিয়েছেন ঈদের দিনই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি ‘টাইগার ৩’ (Tiger 3)। সেই সংবাদ দিয়ে ভাইজান লেখেন, ‘এক থা টাইগার’এর ১০ বছর পূর্ণ হল। তবে আমাদের পথচলা কিন্তু থামেনি। বরং এবার নতুন যাত্রা শুরু হতে চলেছে। প্রত্যেকে টাইগার ৩’এর জন্য তৈরি থাকুন। ২০২৩ সালে ঈদে (২১ এপ্রিল) হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় মুক্তি পাবে এই সিনেমা’। দর্শকরা ফের সলমন এবং ক্যাটরিনা কাইফের রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

একইদিনে বলিউড এবং টলিউডের দুই সুপারস্টারের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে দর্শকদের আগ্রহ একেবারে তুঙ্গে। সলমন নাকি অঙ্কুশ- বক্স অফিসে বাজিমাত করেন কোন সুপারস্টার, আপাতত সেই বিষয়টি দেখার জন্যেই মুখিয়ে রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥