• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিৎ বনাম সলমন, বক্স অফিসে বাজিমাত করল কে? রইল দুই সুপারস্টারের ছবির বক্স অফিস কালেকশন

Published on:

Salman Khan’s Kisi Ka Bhai Kisi Ki Jaan vs Jeet’s Chengiz, who won the box office battle

চলতি বছর ঈদে (Eid) মুখোমুখি হয়েছিলেন টলিউড (Tollywood) এবং বলিউডের (Bollywood) দুই সুপারস্টার। বক্স অফিসে জিৎ (Jeet) ভার্সেস সলমন খানের (Salman Khan) লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন প্রত্যেক সিনেপ্রেমী মানুষ। টলি সুপারস্টার জিতের হাত ধরে এই প্রথমবার কোনও বাংলা সিনেমা একইসঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় রিলিজ করল। শুধুমাত্র বাংলাতেই নয়, গোটা দেশের আরও বহু রাজ্যে ঘুরে ‘চেঙ্গিজ’এর (Chengiz) প্রচার করেছিলেন জিৎ। কিন্তু তাতে কি লাভ হল?

সিনেপ্রেমী মানুষরা আগেই বলেছিলেন, সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’এর (Kisi Ka Bhai Ki Ki Jaan) সঙ্গে ‘চেঙ্গিজ’এর লড়াইটা সহজ হবে না। তবে শুধুমাত্র এই বলিউড ছবিই নয়, বাংলারও বেশ কয়েকটি সিনেমার সামনে প্রতিযোগিতার মুখে পড়েছে জিতের ছবি। তবে এত কিছুর পরেও বক্স অফিসে (Box office collection) কি লক্ষ্মীলাভ হল ‘চেঙ্গিজ’এর?

Kisi Ka Bhai Kisi Ki Jaan and Chengiz, Kisi Ka Bhai Kisi Ki Jaan box office collection, Chengiz box office collection

প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত আয়ের কোনও অঙ্ক প্রকাশিত হয়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, প্রথম দিনে ৩৫-৪০ লাখ টাকার ব্যবসা করেছেন টলি সুপারস্টার জিতের সিনেমা। এর মধ্যে ২৫-৩০ লাখ টাকা এসেছে বাংলা থেকেই। বাকি টাকা আয় হয়েছে হিন্দি বক্স অফিসে থেকে। বলাই বাহুল্য, এই অঙ্কটা একেবারেই বিরাট নয়।

Kisi Ka Bhai Kisi Ki Jaan, Kisi Ka Bhai Kisi Ki Jaan box office collection

সলমনের সঙ্গে লড়াইয়ে নেমে ‘চেঙ্গিজ’ কতটা সফল হবে সেই প্রশ্ন ছিলই। তবুও জিৎ সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। প্রথমদিন ‘চেঙ্গিজ’ আশানুরূপ ফল না করতে পারলেও, ভাইজানের ছবিও কিন্তু আহামরি খুব একটা কামাল করতে পারেনি।

Jeet, Chengiz movie, Chengiz movie release, Chengiz box office collection

রিলিজের দিন মাত্র ১৪ কোটি টাকা ঘরে তুলেছিল সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’। দ্বিতীয় দিন অবশ্য কিছুটা ভালো ব্যবসা করেছে এই সিনেমা। মুখোমুখি লড়াইয়ের নিরিখে যদি বিচার করা হয়, তাহলে সলমনের ছবির থেকে কিছুটা পিছিয়েই রয়েছে জিতের সিনেমা।বক্স অফিসে এখনও আশানুরূপ পারফর্ম করতে পারেনি ‘চেঙ্গিজ’।

বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে টলিউডের ‘বস’এর ঝুলিতে কোনও হিট সিনেমা নেই। ওদিকে একের পর এক হিট দিচ্ছেন টলিপাড়ার আর এক সুপারস্টার দেব। গত বছর দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ও বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। জিতের কেরিয়ারের এই হিটের খরা কবে কাটে আপাতত সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥