গোটা দেশজুড়ে এখন দক্ষিণী সিনেমারই বাজার। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে রামচরণ (Ramcharan) এবং জুনিয়র এনটিআর (Jr NTR) অভিনীত বহু প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় সিনেমা আরআরআর (RRR)। ইতিমধ্যে মুক্তির প্রথম দিনেই ব্লকবাস্টার হিট বাহুবলির রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমা। আর জানলে অবাক হবেন শুরুর তিনি দিনেই মোট ৪৫৬ কোটি টাকা ঘরে তুলেছে রাজমৌলির এই সিনেমা।
মুক্তির পর থেকে ইতিমধ্যেই অনেক তারকার মুখেই শোনা গিয়েছে RRR -এর প্রশংসা। এবার দক্ষিণী সিনেমা প্রসঙ্গে মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান। এমনিতে সাল্লু ভাইয়ের ফ্যান ফলোয়িং নিয়ে নতুন করে কিছুই বলার নেই। শুধু ভারতে নয় সারা বিশ্বজুড়ে চুটিয়ে ব্যাবসা করে সালমান ভাইয়ের যেকোনো ছবি।
তবে সম্প্রতি একটি বিষয় দারুন অবাক করেছে সালমান খানকে (Salman Khan)। এমনিতে সর্বত্র তার ছবি চুটিয়ে ব্যাবসা করলেও দক্ষিণ ভারতে তার ছবি খুব একটা ব্যবসা করতে পারে না। আর এই বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন অভিনেতা। প্রসঙ্গত সালমান জানিয়েছেন, চিরঞ্জবীর পরবর্তী ছবি ‘গডফাদার’-এ তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন।
আর এই ছবির প্রসঙ্গে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীর সাথে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে স্বয়ং সালমান খান বলেছেন, ” ওনার সাথে কাজ করার একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। আমি চিরু ভাইকে দীর্ঘদিন ধরে চিনি। তিনি একজন বন্ধু। তার ছেলে রাম চরণও ভালো বন্ধু। আরআরআর-এ দুর্দান্ত অভিনয় করার জন্য তাকে জানাই অনেক অভিনন্দন। সে খুব ভালো করছে এটা দেখে আমি গর্বিত। ”
এরপরেই আফশোসের সুরে সালমান বলেন “কিন্তু আমি অবাক হয়ে ভাবি যে দক্ষিণ ভারতে আমাদের ছবিগুলো ভালো চলে না।” সেইসাথে সালমান আরও বলেছিলেন যে তিনিও দক্ষিণ ভারতীয় ছবি দেখতে পছন্দ করেন। যদিও তাকে এখনো কোনো ছবির প্রস্তাব দেওয়া হয়নি। এ প্রসঙ্গে অভিনেতা বলেন “যখন তারা আমার কাছে আসে, তারা তামিল বা তেলেগু ছবি নিয়ে আসেন না বরং তারা হিন্দি ছবির জন্য আমার কাছে আসেন।”