• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুক্তির দিনেই বড় ধাক্কা! সালমানের ‘কিসি কি ভাই কিসি কি জান’ রিলিজ হতেই মাথায় হাত প্রযোজকদের

Published on:

Salman Khan New Movie Kisi Ka Bhai Kisi Ka Jaan leaked online producers got worried

ঈদের মরসুম মানেই সিনেমা হলে সালমান খানের (Salman Khan) সিনেমা। বিগত কয়েক বছর ধরে এটাই অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে বলিউডের (Bollywood)। এবারও তার অনথা হলো না। ঈদের একদিন আগেই একুশে এপ্রিল বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিসি কি ভাই, কিসি কি জান’ (Kisi ki Bhai Kisi Ki Jaan)।

এই সিনেমায় ভাইজানের সাথে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। তবে মুক্তির প্রথম দিনেই এলো খারাপ খবর। যা শুনে রীতিমতো মাথায় হাত সিনেমার প্রযোজক থেকে নির্মাতা সকলের। আসলে জানা যাচ্ছে সিনেমা মুক্তির প্রথম দিনেই নাকি তা ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে।

Kisi Ka Bhai Kisi Ki Jaan, Why Kisi Ka Bhai Kisi Ki Jaan will be blockbuster

আর সূত্র মারফত খবর সেই সব সাইট থেকে নাকি শুধু এই সিনেমা দেখাই যাচ্ছে না ডাউনলোডও করা যাচ্ছে খুব সহজে। যদিও সেই সব সিনেমার গুণগত মান যে খুবই খারাপ তা বলাই বাহুল্য।

তবে সালমান খানের মতো সুপারস্টারের বিগ বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই পাইরেটেড ওয়েবসাইটে ছড়িয়ে পড়ায় রীতিমতো মাথায় হাত সিনেমার প্রযোজক থেকে নির্মাতা সকলেরই।

বলিউড,Bollywood,সালমান খান,Salman Khan,কিসি কি ভাই কিসি কি জান,Kisi Ki Bhai Kisi Ki Jaan,পাইরেসি,Piracy

তাই বিষয়টি একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না কেউই।  যার জন্য ইতিমধ্যেই নাকি প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রসঙ্গত বলিউডে এই পাইরেসির ঘটনা নতুন নয় একেবারেই।ইতিপূর্বে বহু সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বহুবার।পাইরেসি অপরাধ হলেও এই অপরাধের প্রতিকার করা যায়নি এখনও।

Kisi Ka Bhai Kisi Ki Jaan, Salman Khan upcoming movies

শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার পর এবার এই পাইরেসির কবলে সালমান খানের সিনেমা। তাছাড়া শুরু থেকেই এই সিনেমা নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে সেভাবে কোন এক্সাইটমেন্টও তৈরি হয়নি। তাই সিনেমাটি আদৌ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সিনেমা বিশেষজ্ঞদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥