• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জুহির সঙ্গে বিয়ে ভাঙার পরই চিরতরুণ থাকার সিদ্ধান্ত! এত বছর পর বিয়ে না করার কারণ ফাঁস করলেন সলমন

Published on:

Salman Khan wanted to marry Juhi Chawla, watch video

বলিউডের অন্যতম জনপ্রিয় এক তারকা হলেন সলমন খান (Salman Khan)। ভাইজানের জনপ্রিয়তা অবশ্য শুধুমাত্র এই দেশেই নয়, বিদেশেও দেখার মতো। সদ্য ৫৭ বছরে পা দিয়েছেন তিনি। তবুও ইন্ডাস্ট্রির ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’দের লিস্টে শীর্ষে রয়েছে তাঁর নাম। এখনও মহিলামহলে সলমনের জনপ্রিয়তা দেখার মতো।

যেমন দেখতে, তেমনই পার্সোনালিটি, সলমনের মধ্যে হাজার খুঁজেও কোনও খুঁত খুঁজে পান না অনুরাগীরা। কিন্তু তা সত্ত্বেও অভিনেতা কেন অবিবাহিত? ৫৭ বছর হয়ে গেলেও কেন বিয়ে করেননি ভাইজান? মাঝেমধ্যেই এমন নানান প্রশ্ন উঁকি দেয় অনুরাগীদের মনে।

Salman Khan

সলমনের বিয়ে না করার কারণ এখনও পরিষ্কার নয় অনুরাগীদের মনে। বি টাউনের একাধিক অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করলেও কারোর সঙ্গেই সাত পাক ঘোরেননি অভিনেতা। তবে এবার ভাইজানের বিয়ে না করার একটি কারণ জানা গিয়েছে।

বহুবছর আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন সলমন। সম্প্রতি সেই ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে (Juhi Chawla) বিয়ে করতে চেয়েছিলেন সলমন। কিন্তু শেষমেশ ভেঙে যায় সেই বিয়ে।

Salman Khan Juhi Chawla

শোনা যায়, সলমন জুহিকে বিয়ে করার প্রস্তাব নিয়ে অভিনেত্রীর বাবার কাছে গিয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রায় ৩০ বছর আগে সলমনের দেওয়া এক সাক্ষাৎকার এখন বেশ ভাইরাল হয়েছে। সেখানেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি জুহিকে পছন্দ করেন। বিয়েও করতে চাইতেন। কিন্তু জুহির বাবার কাছে এই প্রস্তাব নিয়ে যাওয়া হলে তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন।

সলমন বলেন, ‘জুহি খুব মিষ্টি মেয়ে। আমি ওঁর বাবার সঙ্গে বিয়ের জন্য কথা বলেছিলাম। কিন্তু উনি না বলে দেন’। সাক্ষাৎকারগ্রহীতা জিজ্ঞেস করেন, কেন না করেছিলেন অভিনেত্রীর বাবা? ভাইজান বলেন, হয়তো উনি যেমন জামাই চাইতেন আমি তেমন ছিলাম না। এরপরই বলে ওঠেন, ‘কী জানি উনি কী চাইতেন!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥