সম্প্রতি নেটপাড়ায় বলিউডের (Bollywood) ‘গ্রিক গড’ ঋত্বিক রোশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁর মাথার টাক (Bald) একেবারে স্পষ্ট দেখা গিয়েছে। আর তা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এত বছর ধরে ঋত্বিক পরচুল পরে ধোকা দিচ্ছিলেন, একথা জানতে পেরে একেবারে মন ভেঙে গিয়েছে তাঁদের। তবে জানিয়ে রাখি ঋত্বিকই কিন্তু প্রথম নন, আরও বহু বলি সুপারস্টার কিন্তু সারাক্ষণ নকল চুল পরেই থাকেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ তারকার আসল ছবি দেওয়া হল।
সলমন খান (Salman Khan)- বলিউডের ‘ভাইজান’ সলমনের নাম তালিকার সবার প্রথমে রয়েছে। শোনা যায়, সলমনের মাথা ভর্তি চুল কিন্তু পুরোটাই নকল। ২০০৭ সাল নাগাদ বলি সুপারস্টারের চুল ট্রান্সপ্ল্যান্ট করার সংবাদও শোনা গিয়েছিল।
অক্ষয় খান্না (Akshaye Khanna)- বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতার নাম তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বিনোদ খান্নার পুত্র অল্প বয়সেই চুল উঠে যাওয়ার সমস্যার সম্মুখীন হয়েছিলেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে অভিনেতা বেশ ভেঙে পড়েছিলেন। বেশ কিছু ছবিতে অক্ষয়কে পরচুল পরে দেখেছেন দর্শকরা।
অক্ষয় কুমার (Akshay Kumar)- বলিপাড়ার ‘খিলাড়ি’ অক্ষয়ের নামও এই তালিকায় রয়েছে। শোনা যায়, অভিনেতার বয়স যখন ৪০’এর দোরগোড়ায় তখন খুব দ্রুত তাঁর চুল উঠে যাচ্ছিল। যা নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন তিনি। অবশেষে চুল ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন আক্কি।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- বলিউডের ‘মহানায়ক’ অমিতাভের নামও তালিকায় রয়েছে। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা এই অভিনেতা ১৯৯০ সাল নাগাদ চুল উঠে যাওয়ার সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তড়িঘড়ি ‘বিগ বি’ চুল ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন।
ঋত্বিক রোশন (Hrithik Roshan)- অবাক লাগলেও, বলিউডের ‘গ্রিক গড’এর নাম এই তালিকায় রয়েছে। সম্প্রতি নেটদুনিয়ায় রাকেশ রোশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁর টাক দেখা গিয়েছে।
যদিও ঋত্বিকের অনুরাগীরা সেটিকে ‘টাক’ বলে মানতে নারাজ। তাঁদের মতে, অভিনেতার মাথায় একটি সার্জারি হয়েছিল, সেই সময়কার ক্ষতের দাগ এটি।