• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘২টাকার পেপসি সালমান ভাই সেক্সী’, গরম বাড়তেই টুপি পরে পুকুরে ডুব, ছবি ভাইরাল হতেই শুরু ট্রোলিং

Published on:

Salman Khan swiming in pond photo became viral trollers get active

বলিউডের ভাইজান বললেই সবাই একডাকে চেনেন সালমান খানকে (Salman Khan)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মোস্ট এলিজিবল ব্যাচেলার তিনি। কয়েকমাস  আগেই ৫৬তে পা দিয়েছেন অভিনেতা। কিন্তু জন্মদিনের দিনেই সাপে কামড়েছিল তাকে। নিজের ফার্ম হাউসেই ছিলেন জন্মদিনের দিনে, সেখানেই এক সাপ তাকে কামড়ে দেয়। একবার দুবার নয় মোট তিনবার কামড়েছিল সাপ, তবে ভাইজানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

সালমান ভক্তদের অনেকেই জানিয়েছিল, টাইগার বলে কথা এত সহজে কি আর কাবু করা যায়! আসলে বিশাল বড় ফ্যানবেস রয়েছে সালমান খানের। ভারতে তো বটেই বিদেশেও প্রচুর সংখ্যা ভক্ত রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়াতে কয়েক কোটি ফলোয়ার রয়েছে। তাদের উদ্দেশ্যে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

salman khan,salman khan photos,salman khan instagram,সালমান খান,সালমান খান ফার্ম হাউস,পুকুরে সালমান খান,Salman Khan Crocodile,Salman Khan viral photos

সম্প্রতি ভক্তদের সারপ্রাইজ দিয়ে শনিবার বেশ কিছু ছবি শেয়ার করেছেন সালমান খান। যেখানে পুকুরের জলে ডুবে থাকতে দেখা গেল অভিনেতাকে। মাথায় টুপি পরে খালি গায়েই পুকুরের জলে ডুব দিয়েছিলেন অভিনেতা। শুধুমাত্র মাথাটাই বেরিয়েছিল জলের ওপর।

Salman Khan in pond

নিমেষের মধ্যেই সেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই সাড়ে ২০ লক্ষ পেরিয়ে গিয়েছে ছবিতে লাইকের সংখ্যা। তবে ছবি ভাইরাল হতেই ট্রোলাররা সক্রিয় হয়ে পড়েছে। এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘২ টাকার পেপসি সালমান ভাই সেক্সী’। এরপর আরেকজনের মতে, ‘স্যার পরবর্তী ছবিতে কি কুমিরের চরিত্র পেয়েছেন নাকি ?’

Salman Khan in pond

এখানেই শেষ নয়! এক নেটিজেন লিখেছেন, ‘ভাই নিচে কিছু পড়েছেন কি না!’ অন্যদিকে আরেকজনের মতে,  ‘ভাই আপনি ঠিক করে ধ্যান দিন, জলে সাপ থাকে। এমন হাজারো কমেন্ট দেখে গিয়েছে ভাইরাল ছবিকে ঘিরে। যার জেরে নেটপাড়ায় তুমুল চর্চায় উঠে এসেছেন সালমান খান।

salman khan,salman khan photos,salman khan instagram,সালমান খান,সালমান খান ফার্ম হাউস,পুকুরে সালমান খান,Salman Khan Crocodile,Salman Khan viral photos

প্রসঙ্গত, আগামী দিনে একাধিক ছবির জন্য কাজ ইতিমধ্যেই তুঙ্গে সালমান খানের। ক্যাটরিনা কাইফের সাথে ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়াও ‘কিক ২’ ছবি তৈরী হচ্ছে যেখানে জ্যাকলিন ফার্নান্দেজের সাথে দেখা মিলবে ভাইজানের। আর পূজা হেগড়ের সাথেও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির ঘোষণা হয়ে গিয়েছে। এমনকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নাম লিখিয়ে ফেলেছেন ভাইজান। সুপারস্টার চিরঞ্জীবীর সাথে ‘গডফাদার’ ছবিতে দেখে যাবে তাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥