বলিউডের (Bollywood) ভাইজান বললেই যাকে সবাই চেনে তিনি হলেন সালমান খান (Salman Khan)। ইন্ডাস্ট্রির প্রথমসারির তারকাদের মধ্যে অন্যতম সালমান। কয়েক দশক ধরে সালমান মানেই সুপারহিট ছবি! একপ্রকার ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। বর্তমানে ৫৬ বছর বয়স হলেও এখনও তাঁর ফ্যানবেস কোনো অংশে কম নয়! আর সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুগামীদের জন্য এক দারুন সারপ্রাইজ দিয়েছেন ভাইজান।
সোশ্যাল মিডিয়াতে ৫০ মিলিয়নেরও বেশি অনুগামী রয়েছে সালমান খানের। তাদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেছেন ভাইজান। ভিডিওতে অভিনেতা নয় বরং একজন শিল্পী হিসাবে দেখা মিলেছে তাঁকে। বিশাল একটা পেন্টিংয়ের মধ্যে কখনো দাঁড়িয়ে তো কখনো মাটিতে শুয়ে রং করছেন অভিনেতা। ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সালমান লিখেছেন, ‘যেটা তোমার ইচ্ছা সেটা করো। কিন্তুই কখনও তোমার মাকে আঘাত কোরো না। শুভ নারী দিবস’। ভাইজানের আঁকা ছবির ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরা। অনেকেই মন্তব্য করেছেন, ‘অভিনয়ের পাশাপাশি ভাইজান দারুন আঁকতেও পারে’। ইতিমধ্যেই ১৪ লক্ষেরও বেশি লাইক পরে গিয়েছে ভিডিওতে।
অবশ্য এই ভিডিও শেয়ার করার আগেই এক সাক্ষাৎকারে এই সম্পর্কে হিন্ট দিয়েছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন, ‘আমি সিনেমার মধ্যে দিয়ে ও গানের মধ্যে দিয়ে যেমন বিশেষ বার্তা পৌঁছে দিতে চাই তেমনই মাঝে মধ্যে বিশেষ বার্তা দেওয়ার জন্য খালি ক্যানভাস ও রং তুলে নিই’।
View this post on Instagram
প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর গতবছরই রিলিজ হয়েছিল ‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’ (Antim The Final Truth) ছবিটি। যেটা বক্স অফিসে বেশ হিট হয়েছে। আর বর্তমানে নিজে পরবর্তী ছবি ‘টাইগার ৩’ (Tiger 3) এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। আগামী বছরে রিলিজ হতে চলেছে এই ছবিটি।