• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের দুর্দিনেও নিজে বাঁচার তাল! সাউথের সঙ্গে মিলে ৪০০০ কোটি পার হবে, ঘোষণা করলেন সলমন খান

Published on:

Salman Khan,Salman on Bollywood vs South,Bollywood vs South,Bollywood,entertainment,God Father trailer,সলমন খান,বলিউড বনাম সাউথ,গড ফাদার ট্রেলার,বলিউড,বিনোদন

বলিউড বনাম সাউথ নয়, বলিউড এবং সাউথ- ‘নর্থ বনাম সাউথ’ (Bollywood vs South) বিতর্কে বারবার একথাই বলে এসেছেন দুই ইন্ডাস্ট্রির বহু তারকা। এবার সেই তালিকায় নাম তুলে ফেললেন বলি সুপারস্টার সলমন খানও। সম্প্রতি তাঁর দক্ষিণী ছবি ‘গড ফাদার’এর (God Father) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে ফের একবার এই নিয়ে মুখ খোলেন ভাইজান।

গত রবিবার প্রকাশ্যে এসেছে ‘গড ফাদার’এর হিন্দি ট্রেলার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ সুপারস্টার চিরঞ্জীবী (Chiranjeevi) এবং বলি সুপারস্টার সলমন খান (Salman Khan)। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রসঙ্গে মুখ খোলেন ভাইজান।

Salman Khan speaking

সলমন প্রকাশ্যেই বলেন, যেখানে বাকি তারকারা হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন দেখেন, তিনি সাউথে কাজ করতে চান। অভিনেতার সংযোজন, এখন সবাই ৩০০-৪০০ কোটি টাকা আয়ের কথা বলেন। কিন্তু বলিউড এবং সাউথ যদি একসঙ্গে আসে, তাহলে ৩০০০-৪০০০ কোটি আয় করাও কোনও ব্যাপার হবে না।

একটি নামী সংবাদসংস্থায় সলমনকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘মানুষেরা হলিউডে যেতে চায়। কিন্তু আমি সাউথে যেতে চাই। বিষয়টা হল আমরা সকলে যদি একসঙ্গে কাজ করা শুরু করি, তাহলে ভাবুন কত টাকা আয় করা হবে। দর্শকরা এখানে দেখবে, সাউথেও দেখবে। ওনার (চিরঞ্জীবী) অনুরাগীরা আমায় দেখবেন। আমার অনুরাগী ওনার অনুরাগী হয়ে যাবেন এবং উল্টোটাও হবে। তাই সব কিছুই বাড়তে থাকবে’।

Salman Khan and Chiranjeevi

সলমনের কথায়, ‘অঙ্কটাও বিপুল হয়ে যাবে। মানুষেরা এখন ৩০০-৪০০ কোটির কথা বলেন। কিন্তু আমরা সবাই যদি এক হয়ে যাই, তাহলে আমরা ৩০০০-৪০০০ কোটির গণ্ডিও অতিক্রম করে যেতে পারব’।

‘গড ফাদার’এর দিক থেকে বলা হলে, ছবিটি পরিচালনা করেছেন মোহন রাজা। প্রযোজনা করেছেন সাউথ সুপারস্টার রাম চরণ। ছবিতে সলমনকে সাউথ সুপারস্টার চিরঞ্জীবীর ভাই হিসেবে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। ‘গড ফাদার’এ চিরঞ্জীবী এবং সলমন ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, সত্যদেব কাঞ্চরানার মতো শিল্পীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥