সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’। তবে এত ঢাক ঢাক গুড় গুড়ের পরেও রিলিজের পর দর্শকদের এন্টারটেইন করতে একেবারেই ব্যর্থ এই ছবি। প্রতীক্ষিত এই ছবিটি আসলে সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবিটি সিক্যুয়াল হিসাবে রিলিজ হয়েছে বলে বলা হচ্ছিলো। আর ছবির পুরো নাম ‘রাধে : দ্যা মোস্ট ওয়ান্টেড’। তবে যতটা আশা করা হয়েছিল তার নাকি কিছুই নেই ছবিতে। ছবি দেখে এমনই মন্তব্য দর্শক থেকে শুরু করে সমালোচকদের।
মহারাষ্ট্রে আনলক প্রক্রিয়া শুরু হতেই সিনেমা হল গুলি ধীরে ধীরে খুলতে শুরু করেছিল। এরপরেই ভাইজানের মুভি ‘রাধে’ মুক্তিপায় সিনেমা হলে। কিন্তু লজ্জার ব্যাপার এই যে হলে মুক্তি পাওয়ার পরেও এই সিনেমা কার্যত মুখ থুবড়ে পড়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, সলমন খানের নতুন সিনেমা দেখার জন্য মোট ৮৪টি টিকিট বিক্রি হয়েছিল। মোট ৬ হাজার ১৭ টাকার কালেকশন হয়েছে।

প্রসঙ্গত, দর্শকরা এই ছবি নিয়ে এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে, মুক্তির দিন কিছু সময়ের জন্য ক্র্যাশ করে গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম Zee 5 এবং Zee plex। কিন্তু সমস্ত আশাতেই কার্যত জল ঢেলে দিয়েছে ছবিটি। ঈমডব তে এই ছবির রেটিং মাত্র ২। সাইটে সলমন খানের যে সমস্ত ছবিকে এর আগে রেটিং দেওয়া হয়েছে, তাঁর মধ্যে সবচেয়ে কম নম্বর পেয়েছিল ‘রেস ৩’ (১.৯)। এবার তারপরেই উঠে এলো রাধে।

জানা যাচ্ছে, গত ১১ জুন মহারাষ্ট্রের মালেগাঁও-এর ইনজয় ড্রাইভ-ইন সিনেমা হল আর ঔরঙ্গাবাদের সিনেপ্লেক্সে রাধে সিনেমার স্ক্রিনিং শুরু হয়। মালেগাঁওয়ের সিনেমা হলে দুটি শো, আর ঔরঙ্গাবাদের সিনেমা হলে ৪টি শো রাখা হয়। মালেগাঁওয়ের সিনেমা হলে ৩ হাজার ৫৯৭ টাকার টিকিট বিক্রি হয় আর ঔরঙ্গাবাদের সিনেমাহলে ২ হাজার ৪২০ টাকার টিকিট বিক্রি হয়। এরপর লজ্জাজনক ভাবে মালেগাঁও সিনেমা হলের দ্বিতীয় শো ক্যানসেল করতে হয় একটিও দর্শক না থাকার কারণে।













