দেখতে দেখতে প্রায় শেষের পথে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে চর্চিত রিয়ালিটি শো বিগ বস। আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা তার পরেই বিগ বস সিজন ১৫ এর বিজয়ীর নাম ঘোষণা হয়ে যাবে। তাই ফিনালের আগে বিগ বসের ঘরে রয়েছে টান টান উত্তেজনা। আর চলতি সিজনের শেষ পর্বের আগে ‘উইকেন্ড কা ভার’ পর্বে হাজির হয়েছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী।
প্রসঙ্গত এদিনের শোতে ‘হুনরবাজ: দেশ কি শান’-অনুষ্ঠানের প্রচার করতে এসেছিলেন সকলের প্রিয় মিঠুনদা। উল্লেখ্য সিনেমার পর্দা হোক কিংবা বাস্তব জীবন সালমানের সাথে বরাবরই দারুন সম্পর্ক মিঠুন চক্রবর্তীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিগ বসের প্রমোতে ফের একবার সেই দৃশ্যই দেখা গেল। তাই এদিন কখনও সালমান খানের সাথে নাচ করে আবার কখনও হাসি মজা করে মঞ্চ মাতিয়ে দেন সালমান খান এবং মিঠুন চক্রবর্তী।
এদিন বিগ বসের মঞ্চে সালমনের সাথে ডিস্কো ডান্সার সহ একাধিক গানের তালে নেচে ওঠেন মিঠুন।বিগ বসের মঞ্চে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ঠাট্টা করতে দেখা যায় সালমান খানকে। সেইসাথে মিঠুনের সাথে সিনেমার শুটিংয়ের নানান মজার অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যায় ভাইজান কে।
সেইসাথে এদিন বিগ বসের মঞ্চে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর নানান মজার সিক্রেট ফাঁস করেন সালমান।এপ্রসঙ্গেই বীর সিনেমার একটি পুরনো ঘটনা শেয়ার করে সালমান দেখান, ছবিতে ঘোড়ায় চড়ার দৃশ্য করার পর মিঠুন চক্রবর্তী কীভাবে হাঁটতেন। এই উইকেন্ড কি বার স্পেশাল এপিসোডে মিঠুন চক্রবর্তীর সাথে বিগ বসের মঞ্চে হাজির হতে চলেছেন ‘হুনরবাজ: দেশ কি শান’-অনুষ্ঠানের সঞ্চালক সঞ্চালিকা হর্ষ লিম্বোচিয়া এবং ভারতী সিং।
এদিন তারাও সালমান আর মিঠুনের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠেন। অন্যদিকে শনিবারের এই পর্বে এমন একটি টাস্ক দেওয়া হয়েছিল যেখানে পরিবারের সদস্যরা জানান, কে কার সাপোর্টে শোতে এগিয়েছে। সেসময়, শমিতা শেট্টি এবং তেজশ্বীর ব্যাপক বাকযুদ্ধ শুরু হয়। কারণ তেজস্বীর দাবি নিশান্তের সহায়তায় শমিতা এবং প্রতীক এখানে পৌঁছেছে।