• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো বয়সেও খাই কম নয়! দক্ষিণী তারকারা তো বাচ্চা, Big Boss’র জন্য ১০০০ কোটি চাইলেন সালমান খান

Updated on:

Salman Khan reportedly charging 1000 crore for hosting Bigg Boss 16

সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ (Bigg Boss) ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শোগুলির মধ্যে একটি। এই শোয়ের টিআরপি আকাশছোঁয়া। প্রত্যেক বছর বিনোদন দুনিয়ার বহু জনপ্রিয় তারকা সলমনের (Salman Khan) শোয়ের অংশ হবেন বলে মুখিয়ে থাকেন। এবার শীঘ্রই সেই শোয়েরই ষষ্টদশ সিজন আসতে চলেছে।

দর্শকরা এই মুহূর্তে ‘বিগ বস ১৬’এর জন্য অধীর আগ্রহে দিন গুনছেন। মনে করা হচ্ছে, ‘খতরো কে খিলাড়ি’র সম্প্রচার শেষ হলেই শুরু হয়ে যাবে এই জনপ্রিয় রিয়্যালিটি শো। আগামী অক্টোবর মাস থেকেই টেলিভিশনের পর্দায় ‘বিগ বস’ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Salman Khan in Bigg Boss

এই মুহূর্তে প্রতিযোগীদের সঙ্গে শেষ মুহূর্তের কথাবার্তা চালাচ্ছেন শোয়ের নির্মাতারা। এসবের মাঝেই শো সম্বন্ধিত এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই তথ্য আর কিছুই নয়, বরং সঞ্চালক সলমনের আকাশছোঁয়া পারিশ্রমিক। শোনা যাচ্ছে, আগামী সিজনের জন্য নাকি নিজের পারিশ্রমিক (Fees) তিন গুণ বাড়িয়ে দিয়েছেন ভাইজান।

হ্যাঁ, ঠিকই দেখছেন। ‘বিগ বস ১৫’এর জন্য ৩৫০ কোটি টাকা নিয়েছিলেন বলিউড সুপারস্টার। তবে সেই পারিশ্রমিক আর চলবে না। এই বছরের জন্য নাকি ১০০০ কোটি টাকার এক মোটা পারিশ্রমিক দাবি করেছেন ভাইজান। যা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। যদিও নির্মাতাদের তরফ থেকে এখনও এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

Salman Khan in Bigg Boss

অপরদিকে ‘বিগ বস ১৬’এর প্রতিযোগীদের দিক থেকে বলা হলে, বেশ কয়েকজন প্রতিযোগী চূড়ান্ত হয়ে গিয়েছেন। ‘লক আপ’ শোয়ের বিজেতা মুনাওয়ার ফারুকি, টিক টক স্টার ফয়সল শেখ এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেতা শিবিন নারাঙ্গ এবং ভিভিয়ান ডি সেনা’কে নিশ্চিতভাবে ‘বিগ বস ১৬’এ দেখা যাবে বলে জানা গিয়েছে।

Munawar Faruqui and Faisal Shaikh

এছাড়াও বেশ কয়েকজন তারকার সঙ্গে এখন শেষ মুহূর্তের কথাবার্তা চলছে। সেই তালিকায় নাম রয়েছে পুনম পাণ্ডে, জন্নত জুবের, কণিকা মান, শায়শা শিন্ডে, প্রাচী দেশাই, দীপিকা সিং-সহ বিনোদন দুনিয়ার একাধিক তারকার। এবার দেখা যাক, শেষ পর্যন্ত ‘বিগ বস ১৬’এ কোন কোন তারকা অংশগ্রহণ করেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥