টেলিভিশনের পর্দায় সিরিয়ালের দাপটের মাঝে রিয়্যালিটি শো’গুলি (TV Reality Show) অভিনবত্বের ছোঁয়া নিয়ে আসে। সেই কারণে বিভিন্ন রিয়্যালিটি শোগুলির জনপ্রিয়তাও দর্শকমহলে দেখার মতো। আর জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের কথা হলে সেখানে ‘বিগ বস’এর (Bigg Boss) নাম থাকবে না তা কি হয়?
গত ১৬ বছর ধরে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এই শো। প্রত্যেক বছর বিনোদন দুনিয়ার তারকারা আসেন এই শোয়ে এবং প্রায় ৩-৪ মাস বন্ধ থাকেন ‘বিগ বস’এর ঘরে। প্রত্যেক সপ্তাহান্তে তাঁদের ঠিক-ভুল বুঝিয়ে যান বলিউড সুপারস্টার তথা ‘বিগ বস’এর সঞ্চালক সলমন খান (Salman Khan)।
প্রত্যেক বছর ‘বিগ বস’এর প্রতিযোগীর মুখ পরিবর্তন হলেও, সঞ্চালনার দায়িত্ব থাকে ভাইজানের কাঁধেই। ১৬ বছর ধরে এই প্রথাই চলে আসছে। তবে এবার ‘বিগ বস’ অনুরাগীদের জন্যই এল একটি বিরাট দুঃসংবাদ। সিজন ১৬’এর মাঝপথেই সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দিলেন সলমন।
এমনিতেই গত সপ্তাহে পরপর বাদ গিয়েছে ‘বিগ বস’এর ৩ প্রতিযোগী। সৃজিতা দে, আব্দু রোজিকের পর কাজের জন্য শো থেকে বেরিয়ে গিয়েছেন সাজিদ খানও। সেই ধাক্কাই এখনও সামলে উঠতে পারেননি দর্শকরা। এসবের মাঝেই এল ‘বিগ বস’এর সঞ্চালকের মুখ বদলে যাওয়ার খবর। গত শুক্র এবং শনিবারেও শোয়ের সঞ্চালনা করে গিয়েছেন সলমন, তবে আর নয়।
হ্যাঁ, ঠিকই দেখছেন। অবাক লাগলেও এটাই সত্যিই। ‘বিগ বস’এর সঙ্গে সলমনের দীর্ঘ ১৬ বছরের সম্পর্কে ইতি পড়ল। তাঁর স্থানে এই দায়িত্ব গিয়ে পড়েছে করণ জোহরের (Karan Johar) কাঁধে। প্রসঙ্গত, করণ ‘বিগ বস ওটিটি’র প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন। এছাড়াও চলতি সিজনে একটি সপ্তাহান্তে যখন সলমন অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও তাঁকে দায়িত্ব সামলাতে দেখেছেন দর্শকরা। তবে এবার সঞ্চালনার পাকাপাকি দায়িত্ব পাকাপাকিভাবে গিয়ে পড়ল ধর্মা কর্ণধারের কাঁধে।
তবে সঞ্চালনার দায়িত্ব ছাড়লেও শো থেকে পুরোপুরিভাবে বিদায় নিচ্ছেন না সলমন। মাঝেমধ্যেই ‘উইকেন্ড কা ওয়ার’ এপিসোডে ভাইজানকে দেখা যাবে বলে জানা গিয়েছে। প্রতিযোগীদের এসে ঠিক-ভুল বুঝিয়ে যাবেন তিনি। এছাড়াও ‘বিগ বস ১৬’এ ফাইনালের সঞ্চালনার দায়িত্বও থাকবে তাঁর কাঁধেই।